তৃণমূলের প্রার্থী নির্বাচনঃ বাদ যাচ্ছেন প্রবীণরা, আর টিকিট পাচ্ছেন যুবরা !

বাংলাহান্ট ডেস্কঃ প্রবীণরা বাদ, এবার যুবরাই ভরসা- এরকম ভাবেই সাজানো হতে পারে তৃণমূলের (tmc) প্রার্থী তালিকা। সোমবার প্রার্থী তালিকা প্রকাশের পূর্বে এমনটাই ইঙ্গিত দিলেন মন্ত্রী সুব্রত মুখার্জি (Subrata Mukherjee)। বাংলা দখলের লড়াইয়ে এবার প্রবীণদের বাদ রাখছে ঘসফুল শিবির। হয়ত থাকতে পারে অনেক নতুন মুখ- এমনটাও জানা গিয়েছে।

প্রতিবারই ভোট ঘোষণার পর নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। কিন্তু এবছর এর অন্যথা হল। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিন প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল। বাংলার মসনদে নিজেদের অস্তিত্ব ধরে রাখার লড়াইয়ে আরও কিছুটা সময় নিয়ে প্রার্থী নির্বাচন করছে তৃণমূল।

tmc campaign20160313

সঠিক প্রার্থী বাছাইয়ের কাজ করার জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। যে কমিটিতে রয়েছেন-অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরদাহ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং অবশ্যই মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

1499279017 subrata mukherjee ians 1

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মন্ত্রী সুব্রত মুখার্জি জানিয়েছেন, ‘এবারের বিধানসভা ভোটের টিকিট পাবেন না ৮০ উর্দ্ধো ব্যক্তিরা। দলে তাদের সম্মানজনক পদ দেওয়া হলেও, করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব ও মহিলা প্রার্থীর সংখ্যা এবারে বেশি থাকবে এই নির্বাচনের প্রার্থী তালিকায়। থাকতে পারে অসংখ্য নতুন মুখ। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই প্রার্থী তালিকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন’।

জানা গিয়েছে, আজ প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। পূর্ণাঙ্গ তালিকা এখনই প্রকাশ হচ্ছে না। এখন ৩০ টি বা তার থেকে কয়েকটি বেশি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে তৃণমূল, দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর