রাজ্যপালের অপসারণ চাই, রাষ্ট্রপতিকে চিঠি দিল তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) বিজেপির মুখপাত্রের মত কাজ করছেন! আরও নানান অভিযোগে রাজ্যপালের অপসারণের চেয়ে চিঠি দিল তৃণমূল। রাজ্যপাল সুপ্রিম কোর্টের আইন কানুন উলঙ্ঘন করছেন, সংবিধান মানছেন না- এইসকল অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি দিলেন তৃণমূলের সাংসদ শুখেন্দু শেখর রায়।

রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের সুর তুলে তৃণমূলের সাংসদ শুখেন্দু শেখর রায় বললেন, ‘লর্ড ক্লাইভের পুনর্জন্মের ফল হলেন রাজ্যপাল। বাংলার মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাজ্যপাল। দেখবেন বিশ্বাসঘাতকদের দুঃখজনক পরিণতি হয় পরবর্তীতে। মীরজাফরদের ক্ষমা করা যায় না। ইতিহাসও তাঁকে কোনদিন ক্ষমা করবে না’।

1 jpg 710x400xt 5

বুধবার রাজ্যপালের বিরুদ্ধে লেখা চিঠিতে কারণ হিসাবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, রাজ্যপাল বিজেপির মুখপাত্রের মত ওদের হয়ে কাজ করছে। একজন বিরোধী নেতার মত রাজ্য সরকারের সমস্ত কাজের খুঁত ধরে সমালোচনা করছেন। সংবিধানের বিরুদ্ধে যাচ্ছেন, সরাসরি কেন্দ্রীয় সরকারকে তোষণ করছেন, অসাংবিধানিক মন্তব্য করছেন এমনকি সুপ্রিম কোর্টের রায়কেও মানছেন না।

তৃণমূলের পক্ষ থেকে রাজ্যপালের অপসারণের এই চিঠিতে কাকলি ঘোষদস্তিদার, ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও স্বাক্ষর করেছেন। তাদের সকলেরই অভিযোগ রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন এবং বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।


Smita Hari

সম্পর্কিত খবর