বাংলা হান্ট ডেস্কঃ আজ বহু প্রতীক্ষিত ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবস (TMC Shahid Diwas)। পঞ্চায়েত ভোট আর বিরোধী জোটের পর সকলেরই নজর ছিল আজকের এই সমাবেশের দিকে। মমতা ও অভিষেক কোন বার্তা দেয় সেদিকে। আর এদিন দুই প্রধান সৈনিকের মুখেই শোনা গেল কেন্দ্রের বিরোধিতা।
তখনও সভাস্থলে পৌঁছননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চে তখন অভিষেক (Abhishek Banerjee)। পঞ্চায়েতে বিপুল জয়ের পর তৃণমূলের এই বিরাট সমাবেশ থেকে প্রথমেই রাজ্যের সাধারণ মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। পাশাপাশি অবশ্যই বিরোধীদের তোপ দাগতেও ভোলেননি নেতা।
এদিন মঞ্চে উঠেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান অভিষেক। সরব হন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। এদিন ২১-এর মঞ্চ থেকে একশো দিনের টাকা আদায় করতে সরাসরি ‘দিল্লি চলো’ ডাক দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক বলেন,’ ২ অক্টোবর দিল্লিতে কৃষিভবন অভিযানে যাব। যদি কেউ ভাবে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দুর্বল করবে, তা হলে ভুল করেছ। তৃণমূল বিশুদ্ধ লোহা… যত পোড়াবে আঘাত করবে তত শক্তিশালী হবে।’ পাশাপাশি বিরোধী মহা জোটের প্রশংসায় পঞ্চমুখ হয়ে অভিষেকের মন্তব্য, ‘ইন্ডিয়া’কে আটকানো যাবে না।’
অন্যদিকে, এদিন মঞ্চ থেকেই আগামী ৫ই অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের। প্রকাশ্য সভা থেকে শান্তিপূর্ণভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন তৃণমূল সাধারণ সম্পাদক। সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করার ডাক দিলেন অভিষেক।
যদিও পরে অভিষেকের কর্মসূচীতে বদল আনেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ব্লকস্তরে নয়, বুথস্তরে হবে লড়াই। যাতে বাড়ির লোকের বের হতে অসুবিধা না হয়। যাতে কেউ বলতে না পারে তাদের অবরুদ্ধ করা হয়েছে। নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে ঘেরাও কর্মসূচী করা হবে। দুজনেই বারবার বলেন প্রতিবাদ যেন শান্তিপূর্ণ হয়।