বিজেপি বধের দায়িত্ব কাঁধে, শত্রুঘ্নর হয়ে প্রচারে করবেন জয়প্রকাশ মজুমদার

বাংলাহান্ট ডেস্ক : বাংলার দুই কেন্দ্রে উপনির্বাচন আগামী মাসেই। আর এই দুই কেন্দ্রকেই কার্যত পাখির চোখ করেছে তৃণমূল। তাই প্রচারও যে হবে জোরকদমেই তা বলাই বাহুল্য। আর এই কাজে দলের তারকা সদস্যদেরই কাজে লাগাতে চায় ঘাসফুল শিবির। এবার সেই প্রচারকদের নামই ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তালিকায় রয়েছে দেব, নুসরত, মিমি চক্রবর্তীর মতন নেতা নেত্রী থেকে শুরু করে সদ্য বিজেপি ছেড়ে আসা জয়প্রকাশ মজুমদারের নামও। এছাড়াও এই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আগামী মাসের ১২ তারিখ বালিগঞ্জ এবং আসানসোল কেন্দ্রের উপনির্বাচন। বালিগঞ্জে বিধানসভা এবং আসানসোলে লোকসভা দখলের জন্য হবে লড়াই। এই দুই কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন পোড় খাওয়া রাজনীতিক সৌগত রায় এবং কল্যাণ গঙ্গোপাধ্যায়। তারকাদের তালিকায় নাম রয়েছে মনোজ তিওয়ারি, সায়নী ঘোষ, জুন মালিয়া, দেব, মিমি চক্রবর্তী, লাভলী মৈত্র, কাঞ্চন মল্লিক, এবং রাজ চক্রবর্তী।

এই তালিকায় আরও রয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রীও। রয়েছেন ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য। রয়েছেন মলয় ঘটক, কাকলি ঘোষ দস্তিদার, কৌশানি মুখোপাধ্যায়, কুণাল ঘোষ, মমতাবালা ঠাকুর, অনুব্রত মণ্ডলও। এতদিন অবধি বিভিন্ন বিতর্কের কারণে দলের প্রচার থেকে সরিয়েই রাখা হয়েছিল নুসরত জাহানকে। এবার আবারও মাঠে নামছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, এবার বাবুল সুপ্রিয়র ফেলে আসা আসন আসানসোলে তৃণমূল প্রার্থী করেছে বলিউড অভিনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে। তাঁর উল্টোদিকে গেরুয়া ঝান্ডায় লড়ছেন আসানসোলেরই বিধায়ক অগ্নিমিত্রা পাল। একটি বাড়তি লোকসভা আসন পাওয়ার দিকেই আপাতত তাকিয়ে তৃণমূল শিবির।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর