‘ম‍্যায় হুঁ না’! কিং খানের স্টাইলেই পড়ুয়াদের আশ্বাস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর তথা প্রিয় ‘ভাই’ শাহরুখ খানের (shahrukh khan) স্টাইলেই এবার জয়েন্ট (JEE) ও নিট (NEET) পরীক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিলেন মুখ‍্যমন্ত্রী মমতা ব‍ন্দ‍্যোপাধ‍্যায় (mamata banerjee)। বিজেপি (bjp) সরকারের উদ্দেশে তোপ দেগে বুঝিয়ে দিলেন বিপদে তিনিই রক্ষাকর্তা হিসাবে ঢাল হয়ে দাঁড়াবেন পড়ুয়াদের সামনে।

শাহরুখের জনপ্রিয় ছবি ‘ম‍্যায় হুঁ না’র নামেই এবার প্রচার শুরু করল তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলের অফিশিয়াল টুইটার হ‍্যান্ডেল থেকে একটি পোস্টার প্রকাশ‍্যে আনা হয়। সেখানে দেখা যায় সমবেত জনতার সামনে আঙুল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। পোস্টারের উপরে জ্বলজ্বল করছে ‘ম‍্যায় হুঁ না’।

মমতা ব্যানার্জী/ Mamata Banerjee

টুইটে লেখা হয়েছে, ‘এই অনিশ্চয়তা ও উদ্বেগজনক পরিস্থিতিতে বিজেপি সরকার আমাদের পড়ুয়াদের আরও দুর্গতির দিকে ঠেলে দিচ্ছে। এই জ্বলন্ত সমস‍্যাকে প্রতিহত করে পড়ুয়াদের জন‍্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন‍্য মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এগিয়ে এসেছেন। উনি সত‍্যিই সকলের নেত্রী।’

এর আগে একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় আশ্বাস দিয়ে মমতা বলেছিলেন, “হাম হ‍্যায় না”। সেই সহজাত বক্তব‍্যেরই আরও পরিণত ঝকঝকে রূপ হল ‘ম‍্যায় হুঁ না’। এর নেপথ‍্যে যে তৃণমূলের ‘ম‍্যানেজমেন্ট গুরু’ প্রশান্ত কিশোরের মাথাই কাজ করেছে তা বলাই বাহুল‍্য।

বুধবার কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধীর ডাকা ভিডিও কনফারেন্সে অবিজেপি বিরোধী জোটের সাতজন মুখ‍্যমন্ত্রী সমবেত হয়েছিলেন। সেখানে জয়েন্ট-নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের তুমুল সমালোচনা করেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

অপরদিকে চুপ করে বসে নেই বিজেপিও। কেন্দ্রীয় শাসক দলের এক মুখপাত্র পাল্টা কটাক্ষ করে বলেছেন, এই ম‍্যায় হুঁ না ক‍্যাম্পেন আসলে সমাজবিরোধী, তোলাবাজদের জন‍্য। গত সাড়ে নয় বছর ধরে এদের মাথার ছাতা হয়ে সরকার চালিয়ে এখন এই স্লোগান উনি দিতেই পারেন। কিন্তু একুশের ভোটে বাংলার মানুষ বিজেপিকেই বাজিগর বানাবেন।

ম‍্যায় হুঁ না মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। ছবিতে মেজর রাম প্রসাদ শর্মার চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ যিনি পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের নাশকতার ছক বানচাল করে দিয়েছিলেন। ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন গৌরি খান।

সম্পর্কিত খবর

X