শহিদ দিবসের সভা থেকে ফেরার সময় নেশা চক্রের ফাঁদে! করুণ পরিণতি হল তৃণমূল কর্মীর

বাংলাহান্ট ডেস্ক : সেই কোচবিহার থেকে কলকাতায় (Kolkata) এসেছিলেন তিনি। একবার চোখের দেখা দেখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। সে আশা পূরন হলো বটে। কিন্তু ফেরার পথে যে এমন বিপদে পড়বেন তা স্বপ্নেও ভাবেন নি হাসু শেখ। সম্বল বলতে ছিল শুধুমাত্র একটি পরিচিত মোবাইল ফোনের নম্বর। আর সেই ভরসাতেই বাড়ি ফিরে এলেন শহিদ দিবসের সভা ফেরত এক তৃণমূল কর্মী (TMC)।

জানা যাচ্ছে, ২১শে জুলাই তৃণমূলের (TMC) শহিদ স্মরণসভায় এসেছিলেন কোচবিহারের নাটাবাড়ির বাসিন্দা হাসু শেখ। সেই সভা শেষের পর বাড়ি ফিরছিলেন তিনি। পথে মালদহ স্টেশনে নেশাচক্রের দুষ্কৃতীদের পাল্লায় পড়েন। নেশাজাত দ্রব্য খাইয়ে তাঁর সর্বস্ব লুট করে নেয় সেই দুষ্কৃতীরা।

যখন তাঁর হুঁশ ফেরে, তখন বুঝতে পারেন যে কী সর্বনাশ ঘটে গেছে। কিন্তু তখন তিনি অসহায়। কী করবেন, কীভাবে বাড়ি যাবেন কোনও রাস্তাই খুঁজে পাচ্ছিলেন না। তারপরই ঘটে এক অদ্ভুত কাণ্ড। তাঁকে জলপাইগুড়ি রোড স্টেশনের রেল লাইনে প্লাস্টিক কুড়াতে দেখেন স্থানীয় কয়েকজন মিষ্টি ব্যাবসায়ী। তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করলে সব কথা জানায় হাসু শেখ। অবশেষে ওই মিষ্টি ব্যবসায়ীদের সাহায্যে বাড়ি ফেরেন তিনি। তাছাড়া রাস্তায় ভরসা ছিল একটি পরিচিত ফোন নম্বর।

হাসু শেখ বলেন, শহিদ দিবসের সভা থেকে বাড়ি ফেরার পথে মালদহ স্টেশনে নামেন তিনি। এরপর আর কিছুই মনে নেই তাঁর। পরদিন সকালে জ্ঞান আসলে দেখেন তিনি স্টেশনে শুয়ে আছেন। সঙ্গের জিনিসপত্র কিছুই নেই। শরীর টলমল করছিল। মাথাও কাজ করছিলনা। এরপর তিনি স্থানীয় তৃণমূল (TMC) কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরাই আবার হাসুকে ট্রেনে বসিয়ে দেন। কিন্তু তখনও তাঁর মাথা কাজ করছিল না। ট্রেনে উঠে ফের দিগবিদিক শূন্য হয়ে যান হাসু। তাঁর বাড়ি কোথায়, তাও একরকম ভুলে যান তিনি।

Jalpaiguri 57

এমন সময় তাঁর সঙ্গে দেখা হয় স্থানীয় ওই মিষ্টি ব্যবসায়ীর। শনিবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকায় কার্তিক দাস নামের সেই মিষ্টি ব্যাবসায়ী দেখতে পান এক যুবক বস্তা নিয়ে প্লাস্টিক কুড়োচ্ছেন। তিনি তাঁকে ডেকে কিছু খাবার দেন। এরপর তাঁর নাম জিজ্ঞাসা করলেও তিনি কিছুই বলতে পারেন নি। খালি মনে ছিল বাড়ির লোকের একটা মোবাইল নম্বর। সেটাই বলেন। এরপর কার্তিক বাবুই তাঁর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা এসে উপযুক্ত প্রমাণ দিয়ে হাসু শেখকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।


Sudipto

সম্পর্কিত খবর