অনুব্রত মণ্ডলের হাত থেকে একটি গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিলো বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপিতে যোগদানের ধারা অব্যাহত। এবার আরও একটি পঞ্চায়েত দখল করল বিজেপি। অনুব্রতর গড়ে ভাঙন ধরিয়ে পঞ্চায়েতে গেরুয়া ধ্বজ তুলল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। লোকসভা ভোটের পর থেকেই ক্রমশই জমি হারাতে চলেছে শাসক দল তৃণমূল। রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে বিজেপিতে যোগ দানের হিড়িক পড়ে গেছে। এবার সেই ঢেউ গিয়ে আছড়ে পড়ল অনুব্রত মণ্ডলের দুর্গে।

গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের সিউরি থানার অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতে মনোনয়নই জমা করতে পারেনি বিরোধীরা। কিন্তু লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই পরিসংখ্যান বদলাতে থাকে। প্রধান উপ প্রধান সহ পাঁচ জন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় কার্যত ওই পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়ে শাসক দল তৃণমূল।

image

সাতটি আসন বিশিষ্ট কোমা গ্রাম পঞ্চায়েতে সোমবার পাঁচ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন। এরফলে ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় বিজেপি। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য জানান, ‘আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম কারণ তৃণমূলে আমি স্বাধীন ছিলাম না। আমাকে কোন কাজ করতে দেওয়া হত না।”

বিজেপি নেতা জানান, ‘ওনারা বিজেপিতে যোগ দেবেন বলে আমাদের সাথে যোগাযোগ করেছিল। আর ওনাদের অনুরোধে আজ সোমবার ওনাদের দলে নিলাম। কোমা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ পাঁচ জন বিজেপিতে যোগ দেওয়ায় আমরা এই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলাম।”

সম্পর্কিত খবর