বাংলাহান্ট ডেস্ক : কালনা (Kalna) পুরসভার উপপ্রধান তিনি। এরই সাথে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও বটে। তবে পড়ুয়া থেকে সহকর্মী, কেউই মনে করতে পারছেন না যে তিনি শেষ কবে স্কুলে এসেছিলেন। এর ফলে এলাকাবাসী ও অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষক তথা কালনা পুরসভার উপপ্রধান তপন পোড়েলের বিরুদ্ধে অভিযোগ জানালেন শিক্ষা দপ্তরে। অভিযোগ পেয়ে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে শিক্ষা দপ্তর।
জেলার প্রাথমিক শিক্ষা দপ্তর জানিয়েছে এই বিষয়ে তলব করা হবে তপন পোড়েলকে। অন্যদিকে, অভিযুক্ত তপন বাবু বলেছেন, স্কুলে যান তিনি। কিন্তু দলের কাজে তাকে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় যেতে হয়। এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত। তপন পোড়েল কালনা পূর্বচক্রের খাঁপুর স্কুলের প্রধান শিক্ষক (Headmaster)। তিনি এই স্কুলে গত কুড়ি বছর ধরে শিক্ষকতা করছেন।
অন্যদিকে, তপনবাবু ২০২২ সালে কালনা পুরসভার উপপ্রধান হন। খাঁপুর গ্রামের ৫০ জন বাসিন্দা স্বাক্ষর সহ একটি চিঠি গত ১৩ই মার্চ জমা দেন জেলা প্রাথমিক স্কুল সাংসদ বা ডিপিএসসিতে। গ্রামবাসীদের অভিযোগ, তপন বাবু দীর্ঘদিন স্কুলে আসেন না। এই বিষয়টি নিয়ে বিরোধী দল বিজেপিও এখন সোচ্চার হয়েছে। তাদের বক্তব্য, কেউ কোনও রাজনৈতিক দল করতেই পারেন।
কিন্তু স্কুলে না গিয়েও উপস্থিতি দেখানো অপরাধ। ব্যবস্থা নেওয়া উচিত তার বিরুদ্ধে। অভিযোগ পত্রে গ্রামবাসীরা দাবি করেছেন, তপনবাবু গত দু বছর ধরে স্কুলে যান না। বাড়ি বসে তিনি অ্যাটেনডেন্স দেন। কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ এই বিষয়ে বলেছেন, “শিক্ষা দপ্তরের অনুসন্ধানে সত্যিটা বেরিয়ে আসবে। এটা তৃণমূল, বিজেপি নয়। সত্যিটা কখনো ধামাচাপা দেওয়া হয় না।”