পেশায় ডাক্তার, বোনকেই বিয়ে করেছিলেন শাহিদ আফ্রিদি! অবাক করবে তাদের প্রেম কাহিনী

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) গোটা বিশ্বে ক্রিকেটের পাশাপাশি আরও নানান কারণে আলোচনায় থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে দুর্দান্ত কীর্তি রয়েছে। দীর্ঘদিন অবধি দ্রুততম ওডিআই শতরানের রেকর্ড তার নামেই ছিল। তিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে পারদর্শী ছিলেন। এই কারণে আজকের যুগের অলরাউন্ডাররাও তাকে নিজেদের আদর্শ হিসাবে দেখেন।

তবে অনেকেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটা কথা জানেন না এবং ব্যাপারটি জানলে তারা অবাক হবেন। ব্যাপারটি হলো এটাই যে শাহিদ আফ্রিদি নিজের মামার মেয়েকে বিয়ে করেছিলেন। অর্থাৎ বিয়ের আগে সম্পর্কে যিনি তার বর্তমান স্ত্রী, তিনিই ছিলেন তার বোন। শাহিদ অবশ্য বরাবরই বলে এসেছেন যে তার ধর্মে এমনটা অস্বাভাবিক কিছু নয়।

আফ্রিদির ভক্তরা নিশ্চয়ই জানেন যে তত স্ত্রীর নাম নাদিয়া। পেশায় আফ্রিদির অর্ধাঙ্গিনী একজন চিকিৎসক। আজ থেকে প্রায় ২৩ বছর আগে ২০০০ সালের অক্টোবর মাসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। নিজের বিয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে একবার কোনও কাজে বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি মজা করে তার বাবাকে নিজের বিয়ের ব্যবস্থা করতে অনুরোধ করেছিলেন।

তিনি এটাও জানিয়েছেন ওই বয়সে বাবাদের সঙ্গে এমন মজা করা খুব একটা আশ্চর্যের কিছু নয়। সেই সময় আফ্রিদি তার বাবাকে বলেছিলেন যে তার জন্য একটি মেয়ে খুঁজে রাখতে যাকে তিনি বিয়ে করবেন। তার বাবা যে গোটা ঘটনা থেকে সিরিয়াসলি নেবেন সেই ব্যাপারটা তিনি উপলব্ধি করতে পারেননি। কিন্তু এরপরে তিনি যখন বাড়ি ফিরে আসেন, তখন তার বাবা তাকে বলেছিলেন যে তিনি তার জন্য একটি মেয়ে খুঁজে রেখেছেন।

বাবার এই কথা শুনে খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার। সঙ্গে তিনি অত্যন্ত কৌতুহলীও হয়ে পড়েছিলেন ওই সময়টুকুর জন্য। এমতাবস্থায় তার বাবা জানান, তিনি তার জন্য নাদিয়াকে বেছে নিয়েছেন। ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন তারা। তাই তাদের আপত্তি করার কোনও কারণও ছিল না।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর