SIR নিয়ে রাজ্য বনাম কেন্দ্র! মমতার বৈঠকের দিনেই বাংলার বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করবেন শাহ

Published on:

Published on:

TMC vs BJP face off as Mamata and Amit Shah call MP meetings over SIR row

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে যেমন বিতর্ক শুরু হয়েছে, তার আঁচ পড়েছে বাংলাতেও। কেন্দ্রের নতুন প্রক্রিয়া SIR নিয়ে রাজ্য সরকারের আপত্তি ও বিরোধী জোটের প্রতিবাদের মাঝেই এবার একযোগে সাংসদ বৈঠকে বসতে চলেছেন দুই শিবিরের দুই শীর্ষ নেতা, যথা মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ (TMC vs BJP)। একই দিনে দুই রাজনৈতিক পক্ষের এই তৎপরতা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

সোমবার সাংসদদের নিয়ে বৈঠকে মমতা ও অমিত শাহ (TMC vs BJP)

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সংসদে বিজেপিকে কোণঠাসা করতে একগুচ্ছ রণকৌশল নিয়েছে। সেই লক্ষ্যে সোমবার তৃণমূল সাংসদদের নিয়ে ভারচুয়াল বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল আলোচনার বিষয়, SIR-এর মাধ্যমে ভোটার তালিকায় পরিবর্তনের বিরুদ্ধে সংসদে ও রাস্তায় যৌথ প্রতিবাদ কীভাবে আরও জোরদার করা যায়।

অন্যদিকে, একই দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বৈঠকে বসছেন বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, অমিত শাহের দিনের অন্যান্য কর্মসূচির ফাঁকেই এই বৈঠক হবে। মূল উদ্দেশ্য, রাজ্যে SIR কার্যকর হলে বিজেপি সাংসদরা কীভাবে সেটির পক্ষে প্রচার চালাবেন, তা ঠিক করা।

ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক

সম্প্রতি নির্বাচন কমিশন বিহার সহ বেশ কয়েকটি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) চালু করেছে। ধারণা করা হচ্ছে, বাংলাতেও তা শীঘ্রই শুরু হতে পারে। কিন্তু এই প্রক্রিয়াকে ‘নাগরিকত্ব নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা’ বলে আখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিরোধী INDIA জোট। এছাড়াও মমতা নিজে বিভিন্ন সভা সমাবেশে এই বিষয়ে সরব হয়েছেন।

বিজেপির পক্ষেও প্রস্তুতি চলছে। SIR নিয়ে রাজ্যে যাতে বিভ্রান্তি না ছড়ায়, এবং মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যেই অমিত শাহ বাংলার সাংসদদের সঙ্গে রণনীতি নির্ধারণ করতে চান।

অভয়ার ধর্ষণ ও খুনের একবছর: নাগরিক মিছিলে বিজেপির সক্রিয়তা

এছাড়া, বিজেপি রাজ্য সভাপতি আরও জানিয়েছেন, আগামী ৯ আগস্ট অভয়া ধর্ষণ ও খুনের ঘটনার একবছর পূর্তি উপলক্ষে অভয়ার পরিবার যে নাগরিক মিছিলের ডাক দিয়েছে, তাতে বিজেপি দলীয় পতাকা ছাড়াই অংশ নিতে চায়। সকল রাজনৈতিক দলের কাছে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যদিও CPM তাতে সাড়া দেয়নি, তৃণমূলও নেই। ফলে বিজেপিই ওই মিছিলের নেতৃত্বে উঠে আসতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

TMC vs BJP face off as Mamata and Amit Shah call MP meetings over SIR row

আরও পড়ুনঃ ভুয়ো ভোটার ইস্যুতে সক্রিয় তৃণমূল, সোমবার ৯ হাজার নেতা-নেত্রীকে নিয়ে বৈঠক করবেন মমতা

প্রসঙ্গত, একদিকে সংসদে রণকৌশল, অন্যদিকে রাজ্যে জনমত তৈরি, SIR ইস্যুতে তৃণমূল ও বিজেপি এখন পরস্পর বিরোধী অবস্থানে (TMC vs BJP)। সোমবারের এই দুই দলের সাংসদ বৈঠক শুধু সাংগঠনিক নয়, আসন্ন লোকসভা নির্বাচনের দিক থেকে এবং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন দেখার, কে কতটা জনসমর্থন আদায় করতে পারে এই বিতর্কিত ইস্যুতে।