বাংলা হান্ট ডেস্কঃ দেবোত্তর জমি দখল নিয়ে উত্তপ্ত মালদহ। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, দিন কয়েক আগে একটি অভিযোগ সামনে আসে যে দেবোত্তর জমি দখল করে পার্টি অফিস তৈরি করতে চাইছে তৃণমূল। সংবাদমাধ্যমের সামনে এমনই অভিযোগ করেছিলেন এক বিজেপি নেত্রী। এরপরেই ওই নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয়! অভিযোগ ওঠে অভিযোগ তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে (TMC vs BJP)। শুধু ওই নেত্রীকেই নয় আরো এক মহিলাকেও এমন হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
দেবোত্তর জমি দখল করে পার্টি অফিস
ঘটনাটি ঘটে মালদহের গাজোল এলাকায়। বিজেপি নেত্রীর অভিযোগ, লক্ষ্মীনারায়ণ জিউর ২৪ বিঘা দেবোত্তর জমি দখল করেছেন কয়েকজন তৃণমূল কর্মী (TMC vs BJP)। সেখানে এখন তৃণমূল পার্টি অফিস (TMC Party Office) চলছে। তিনি প্রতিবাদ করতেই হুমকি পেতে শুরু করেন বলে অভিযোগ করেন অই নেত্রী।
তুলে নিয়ে গিয়ে ভয় দেখানোর অভিযোগ
বিজেপি পঞ্চায়েত সদস্যা জানান, সংবাদমাধ্যমে অভিযোগ করার পর আবার তাঁকে হুমকি দেওয়া হয়। দেবোত্তর জমির পাশের পুকুরে চুবিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিয়ো তুলে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। শুধু তিনি নন, আরও এক মহিলাকেও এই হুমকি দেওয়া হয়েছে বলে দাবি (TMC vs BJP)।
আরও পড়ুনঃ বোমা বিস্ফোরণ কাণ্ডে NIA তদন্ত চেয়ে হাই কোর্টে তৃণমূল নেতা! অভিষেকের নির্দেশে বহিষ্কার দল থেকে
এই ঘটনার পর গ্রামে সংকীর্তন, পুজো বন্ধ হয়ে গেছে। কেউ কিছু বললেই ভয় দেখানো হচ্ছে। এমনকী খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন (Biswajit Sen) ও কর্মী কৃষ্ণ মন্ডলের (Krishna Mondal) বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে বিশ্বজিৎবাবু বলেন, “সব মিথ্যে কথা। বিজেপি ইচ্ছে করে বদনাম করছে।” বিডিও (BDO) অনিরুদ্ধ ঘোষ বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখব।”