বাংলাহান্ট– আরামবাগ, তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল গোঘাট। ঘটনাটি ঘটেছে হুগলি গোঘাট থানার অন্তর্গত হাজিপুর এলাকায়। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে তৃণমুলের কর্মী সমর্থক লালচাঁদ ভট্টাচার্যকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তার অবস্থা আশংকাজনক। আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকা সূত্রে জানা গেছে , শস্য বীমা ফর্ম দেয়ার জন্য মাইকিং করে জানাচ্ছিলেন লালচাঁদ সেই সময়ে পঞ্চায়েত প্রধানের স্বামী ও অলোক রায়ের অনুগামীরা 6 থেকে 10 জন ব্যক্তি মিলে গোঘাট হাজিপুর বাজার এলাকায় লাল চাঁদ কে বাঁশ লাঠি ও রড দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। এর পরে এলাকাবাসীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্রে। নিয়ে গেলে তার শারীরিক অবনতি হলে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গোঘাটের বিধায়ক মানস মজুমদার আহত কর্মীকে আরামবাগ মহকুমা হাসপাতালে দেখতে যান।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে ।
গোঘাটের বিধায়ক মানস মজুমদার এইমাত্র ঘটনায় তিনি জানান, ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক যেভাবে মারা হয়েছে দলীয় নেতৃত্ব রা এটা মেনে নেবে না, প্রশাসনকে জানানো হয়েছে যে ব্যক্তিরা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি ব্যবস্থা নিতে । কাজল ব্যানার্জি ও অলোক রায় সহ 6 বেশ জনের নামে গোঘাট থানায় অভিযোগ দায়ের হয় ।এখনো কেউ গ্রেপ্তার হয় নি।