৭২ ঘন্টার মধ্যে গোয়ার মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইল তৃণমূল, ভিডিও ট্যুইট করে বিস্ফোরক ডেরেক

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরার পর পরবর্তী পাখির চোখ গোয়া (goa)। এবার সেখানেই ঘাসফুল ফোটানোর তরজোর শুরু করেছে তৃণমূল (tmc) শিবির। সেই মর্মে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তকে (Pramod Sawant) ইস্তফা দেওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের আমলে গোয়ায় সর্বস্তরে দুর্নীতি হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তাঁর দাবী, ‘লকডাউনের সময়ও খনির মালপত্র পরিবহণের জন্য ট্রাক চালানোর অনুমতি দিয়েছিল সরকার। আর যার ফলেই করোনা সংক্রমণ অনেক বেশি বেড়ে গিয়েছিল। এখানে সর্বত্রই দুর্নীতি চলছে’।

tmc bjp fb 4

প্রাক্তন রাজ্যপালের এমন মন্তব্যের পরবর্তীতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিরোধীরাও। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিও জানিয়েছে তাঁরা। অন্যদিকে বিজেপির মুখপাত্র উরফান মোল্লা জানিয়েছেন, ‘কেউ বিভ্রান্ত করছেন সত্যপাল মালিককে’।

একদিকে গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেখানকার বিরোধীরা ক্ষেপে উঠেছে, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তকে ইস্তফা দেওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দিলেন ডেরেক ও’ব্রায়েন। গোয়ায় তৃণমূলের ঘাঁটি শক্ত করতে বৃহস্পতিবারই সেখানে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর তাঁর আগেই মুখ্যমন্ত্রীর ইস্তফার জোরালো দাবি করে এক ভিডিও বার্তা শেয়ার করলেন ডেরেক ও’ব্রায়েন।

তিনি সেখানে বলেন, ‘বর্তমান সময়ে মেঘালয়ের রাজ্যপাল অর্থাৎ গোয়ার প্রাক্তন রাজ্যপাল বলছেন, সরকার দুর্নীতিগ্রস্ত। তাঁকে কিন্তু বিজেপি সরকারই নিয়োগ করেছিল। এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্ব বিচারবিভাগীয় তদন্ত করার আর্জি জানাচ্ছি। আর ৭২ ঘণ্টা সময় দেওয়া হচ্ছে গোয়ার মুখ্যমন্ত্রীকে ইস্তফা দেওয়ার জন্য। তাঁর ইস্তফা চায় তৃণমূল’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর