সংবিধান বদল করবে তৃণমূল, ২৪-র লক্ষ্যে নামার আগে বড় সিদ্ধান্ত

বাংলাহান্ট ডেস্কঃ সর্বভারতীয় স্তরে দলকে মেলে ধরতে দলের সংবিধান বদল করতে চাইছে তৃণমূল (tmc)। আর সেই বদলের খসড়া তৈরি করার দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানত দলের ওয়ার্কিং কমিটির সদস্য ২১ জন থেকে আরও বাড়াতে চাইছে তৃণমূল। আর সেই কারণেই দলে কিছু বদল আনতে চাইছে মমতা বাহিনী।

সোমবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির একটি বৈঠক ডাকা হয়। আর সেখানেই স্থির হয়, সর্বভারতীয় পথে এগিয়ে যেতে দলের কিছু বদল করা হবে। ভিন রাজ্য থেকে যারা এসেছেন, তাঁদেরকেও জায়গা দেওয়া হবে দলের ওয়ার্কিং কমিটিতে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজসহ আরও বিশিষ্ট জনেরা।

bx bbvkb

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, ‘আমাদের দল বড় হচ্ছে, গ্রোয়িং পার্টি। সর্বভারতীয় স্তরে শক্তি বৃদ্ধির কাজ এখন থেকেই শুরু করা হচ্ছে। এই তৃণমূলই ২০২৪ সালে গোটা দেশকে পথ দেখাবে। আমাদের দলে মুখ্যমন্ত্রীর কথাই শেষ কথা’। সেইসঙ্গে তৃণমূল সর্বভারতীয় তকমা পেলে দলের গঠনতন্ত্র, কর্মসূচি সময়পোযোগী করবে বলেও জানা গিয়েছে।

এপ্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘তৃণমূলের সংবিধানের বিষয়টা খানিকটা গরুর গাড়ির হেডলাইটের মতো। ওটা যে বাস্তবে আছে, সেটাই জানা ছিল না’।

এই বিষয়ে আবার বিজেপি নেতা সায়ন্তন বসু জানান, ‘নিশ্চয়ই ওই সংবিধানে লেখা হবে চুরির সর্বভারতীয় রূপরেখা। বাংলার পর কিভাবে অন্যান্য রাজ্য হাতিয়ে নেওয়া যায়, সেই কৌশল লেখা থাকবে’।

Smita Hari

সম্পর্কিত খবর