বাংলা হান্ট ডেস্ক : মেঘালয় নিয়ে অনেক আশা ছিল তৃণমূল শিবিরের। কিন্তু আশার কার্যত জলে ঢেলে দিল নির্বাচনের ফলাফল (Meghalaya Assembly)। যেখানে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ভেবেছিল অন্তত দুই-এর কোঠায় থাকবে আসন, সেখানে জোড়া ফুল আটকে গেল ৫টাতেই।। ফলাফলের নিরিখে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। এরই মধ্যে মেঘালয়ের সরকার গড়া নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন পাহাড়ি রাজ্যের তৃণমূল নেতা মুকুল সাংমা (Mukul Sangma)।
আজ শুক্রবার মুকুল দাবি করেন, ‘অবিজেপি দলগুলির হাতে ৩১টি আসন রয়েছে। তাদের সবাইকে এক জায়গায় করে সরকার গড়ার ব্যাপারে আলোচনা চলছে।’ তবে সেই আলোচনা কোথায় গিয়ে দাঁড়াবে বা সরকার গড়ার মতো পরিস্থিতি তৈরি হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও মুকুল যে বড় দাবি করেছেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।
মেঘালয়ের মোট আসন ৬০টি। ভোট হয়েছিল ৫৯টি আসনে। একটি কেন্দ্রে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট বন্ধ হয়ে যায়। এখন সেই ৫৯ আসনের মধ্যে গত মেয়াদের শাসকদল এনপিপি পেয়েছে ২৬টি আসন। বিজেপি ভোটের আগে করনাড সাংমার দলের সঙ্গে জোট ভেঙে দিয়েছিল। দেখা যাচ্ছে, বিজেপি মেঘালয়তে পেয়েছে দু’টি আসন। এখন যদি বিজেপি আর এনপিপি জোটও করে তাহলে তাদের মোট সংখ্যা হবে ২৮। আর মুকুল সাংমা দাবি করেছেন, বাকি অবিজেপি দলগুলির কাছে রয়েছে ৩১টি আসন।
এই ৩১টির মধ্যে তৃণমূলের যেমন পাঁচটি আসন রয়েছে তেমন কংগ্রেসেরও পাঁচটি আসন রয়েছে। তাছাড়া এইচএসপিডিপি পেয়েছে দু’টি আসন, দু’টি কেন্দ্রে জিতেছেন নির্দল প্রার্থী, পিডিএফ পেয়েছে দু’টি আসন, ইউডিপি পেয়েছে ১১টি আসন আর ভিওটিপিপি পেয়েছে ৪টি।
নির্দল, কংগ্রেস, তৃণমূল বাদ দিলে সবই একেবারে ক্ষুদ্র আঞ্চলিক শক্তি। মুকুল সাংমার দাবি এঁদের নিয়েই সরকার গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। যা নতুন করে মেঘালয়ের পরবর্তী পরিস্থিতি নিয়ে কৌতূহল তৈরি করেছে। রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না।