‘৬ মাস পরে তৃণমূল দলটাই আর থাকবে না’, পোস্টার প্রসঙ্গে খোঁচা শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : শহিদ দিবসের পর থেকেই তৃণমূল শিবিরে যেন বিভীষিকা চলছে। প্রথমে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) তারপর অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। দলের দুই শীর্ষ নেতাই কারারুদ্ধ। গত একমাসে বদলে গিয়েছে বহু কিছু। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে শহরের এক নয়া পোস্টার। ৬ মাসের মধ্যেই নতুন তৃণমূল (TMC) আনার বার্তা দেওয়া হয়েছে ওই পোস্টারে। এবার সেই পোস্টার প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কটাক্ষ করলেন, ‘ছ’ মাস পর আর এই দলটা থাকবে না। ডিসেম্বর ডেডলাইন। তারপর ঝাঁপ গুটিয়ে যাবে।’

জানা যাচ্ছে, পোস্টারটি তৃণমূলের তরফ থেকে দেওয়া হয় নি। অভিষেকের ছবি আর নতুন তৃণমূলের বার্তার একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। কেউ কেউ আবার বলছেন, ভাবমূর্তি বদলাতেই এমন বার্তা দেওয়া হচ্ছে না তো?

1292880 suvendu

পোস্টার প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘এবার থেকে নতুন ভাবে তোলা তোলা হবে। তোলা তোলার নতুন সিস্টেম আনছে ওরা। তাই এই ব্যানার দেওয়া হয়েছে।’ এরপরই বলেন, ‘ ৬ মাস পর আর এই দলটাই তো থাকবে না।’

দক্ষিণ কলকাতায় রাস্তার পাশে দেখা যাবে এই পোস্টার। তাতে লেখা রয়েছে ‘আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল।’ অপর একটি পোস্টারে লেখা রয়েছে, ‘চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এই লড়াই আমাদের ২৪ এর লড়াই।’ আর সেই পোস্টারে বড় করে রয়েছে তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আপাত দৃষ্টিতে দেখলে তৃণমূলের পোস্টার বলেই মনে হবে। তবে পোস্টারের নীচের দিকে লেখা রয়েছে, দুই স্বেচ্ছাসেবী সংস্থা ‘আশ্রিত’ ও ‘কলরব’-এর নাম।

ইদানিংকালে অভিষেকের মুখে নতুন তৃণমূলের বার্তা শোনা গিয়েছে বেশ কয়েকবার। পোস্টারগুলি পড়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্য়োপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের আশপাশে, তাই পোস্টারের সঙ্গে ঘাসফুল শিবিরের যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন অনেকে।

পোস্টার প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘যে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কয়লা-কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে দিন থেকে অভিষেকের নেতৃত্বে নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। কংগ্রেস সাংসদের কথায়, তৃণমূলে এত দুর্নীতি যে সোডা দিলেও শুদ্ধ হবে না।’

তৃঙমূলের নেতারা অবশ্য এই পোস্টারের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেন। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, কোনও স্বেচ্ছাসেবী সংগঠনের দেওয়া পোস্টার সম্পর্কে মন্তব্য করবেন না তিনি। দলের পোস্টার সম্পর্কে প্রশ্ন করা হলে তবেই উত্তর দেবেন তিনি।

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন এই পোস্টারের কথা তাঁর জানা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কথা উল্লেখ করে তিনি জানান, দল নতুন ভাবে তৈরি হতেই পারে, তবে পোস্টারের কথা তাঁর জানা নেই।


Sudipto

সম্পর্কিত খবর