প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোনকে টিকিট দিয়েও ফিরিয়ে নিল তৃণমূল! বিড়ম্বনায় তনিমাদেবী

বাংলাহান্ট ডেস্কঃ প্রার্থী তালিকা প্রকাশিত হতেই জোরকদমে প্রচার শুরু করে দেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায় (Tanima Chatterjee)। কিন্তু তারপরই বাঁধল গোল। ৬৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হলেও, আদৌ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তিনি পাচ্ছেন কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

শুক্রবারই কলকাতার পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। আগামী ১৯ শে ডিসেম্বর নির্বাচনের পূর্বে সোমবার থেকে শুরু মনোনয়ন জমা দেওয়া। হিসেব মত, তার আগে রবিবারই প্রার্থীদের প্রতীক দেওয়ার কথা তৃণমূলের। কিন্তু সূত্র বলছে, রবিবার গভীর রাত অথবা সোমবার সকালের মধ্যে অন্যান্যরা যদিও বা প্রতীক পেয়ে যান, এখনই কিন্তু প্রতীক পাচ্ছেন না তনিমা চট্টোপাধ্যায়। যা নিয়ে জলঘোলা শুরু হয়েছে রাজনীতির অন্দরে।

tmc flag

এখন প্রশ্ন উঠছে প্রতীক দেওয়া হচ্ছে না মানে কি তাহলে বদল হতে চলেছে প্রার্থী? তাহলে কি তনিমা চট্টোপাধ্যায়কে সরিয়ে বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কেই টিকিট দিতে চলেছে তৃণমূল? এবারের এই প্রার্থী তালিকায় অনেক নতুন মুখ এনে চমক দিয়েছে তৃণমূল শিবির। তবে এই বিষয়টা নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা ক্রমশ বেড়েই চলেছে।

এবিষয়ে তনিমা চট্টোপাধ্যায় জানান, ‘রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের অফিস থেকে ফোন করে আমাকে জানানো হয়, ৬৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে কিছু সমস্যা হচ্ছে। সেই কারণে আমাকে পরে প্রতীক দেওয়া হবে। এখন শুনছি সুদর্শনা মুখোপাধ্যায়কেই টিকিট দিতে পারে দল। যদি পাল্টাবেই ভেবেছিল, তাহলে আমাকে কেন প্রার্থী করা হয়েছিল? আমি কিন্তু আমার নাম শুনেই প্রচার কাজ শুরু করে দিয়েছিলাম’।

Smita Hari

সম্পর্কিত খবর