বাংলাহান্ট ডেস্ক : দুয়ারে হাজির পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের আগে চূড়ান্ত ফ্লপ ‘নন্দকুমার মডেল’ (Nandakumar Model)। হলদিয়ায় দ্বারিবেড়্যা গ্রাম্য সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বড়সড় অঙ্কের ব্যবধানে জয়ী হল শাসকদল তৃণমূল। আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই শাসক দলের এই জয় যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে একথা বলাই বাহুল্য। এমনি, ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের তরফেও এই জয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার হলদিয়ায় দ্বারিবেড়্যা গ্রাম্য সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটগ্রহণ চলছিল। সকাল ১০ টা থেকেই সমবায় সমিতির মোট ৪২ টি আসনে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। জানা গিয়েছে, সবকটি আসনেই বিজেপি, সিপিএম ও কংগ্রেসের অলিখিত সমন্বয় জোট গঠন করে শাসকদলের বিরুদ্ধে প্রার্থী দেয়। গণনা পর্ব শেষ হতেই দেখা যায়, ৩৭ টি আসনে জয়ের হাসি হেসেছে তৃণমূল। অন্যদিকে, সমন্বয় জোটের ঝুলিতে আসে ৫ টি আসন।
দুর্দান্ত সাফল্যের খবর প্রকাশ্যে আসতেই সবুজ আবির খেলায় মেতে উঠেন ঘাসফুল শিবিরের কর্মীরা।দ্বারিবেড়্যা কালী মন্দির প্রাঙ্গণে তখন যেন উৎসব চলছে। সবুজ আবির উড়িয়ে তাসা বাজিয়ে এগিয়ে চলে ঘাসফুল শিবিরের বিজয় মিছিল। এর আগেও অবশ্য ‘নন্দকুমার মডেল’কে দুরমুশ করে তমুলকের (Tamluk) শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড় ব্যবধানে জয় পায় তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সমবায় সমিতির নির্বাচনে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দেয় বাম বিজেপি জোটের জয়ের পরই এই সমন্বয় জোট। ‘নন্দকুমার মডেল’-র সাফল্যের পর একাধিক বিজেপি নেতা সমন্বয় জোটের পথ বাজার বার্তায় দেন। শুধু তাই নয়, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ একথাও বলেছিলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে তৃণমূলকে হারাতে চাই। তৃণমূলকে হারাতে নিচুস্তরে অন্য দলের সঙ্গে জোট হলে তবে সমস্যার কিছু নেই।” এবার সেই মডেলের হাত ধরেই মুখ পুড়ল জোটের।