কথায় বলে ক্ষমতা যার এলাকা তার , গল্পটা ২০১১ থেকেই বদলাতে শুরু করে। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বাংলায় ক্ষমতা দখলের লড়াইয়ে আসে । তারপর থেকে আজ অব্দি এই দল ক্ষমতায় রয়ে গেছেন। কিন্তু মাঝখান থেকে বাম আর কংগ্রেস এই দুই দলের ক্ষমতায় কেমন যেন একটা ভাটা পড়েছে। কিন্তু এখন এই রাজ্যে মালদহ জেলাতে কংগ্রেসের সংগঠন ভেঙ্গে যেতে চলেছে।
চাচল ১নং ব্লক পঞ্চায়েত সমিতির দখল ত্রিন্ম কংগ্রেসের দিকে যাওয়ার শুরুতেই নানা জল্পনা শোনা যেতে শুরু করে। ২৪ টি আসন নিয়ে দখল করে বসে থাকা চাচল ১ পঞ্চায়েত সমিতিতে বিগত নির্বাচনে কংগ্রেস ১৩ এবং ত্ণমূল ৯টি আসন পেয়েছিলো। এর ফলে কংগ্রেস ওই এলাকায় রাজ করতে শুরু করে । কিন্তু সেই জায়গায় দাড়িয়ে কংগ্রেস আর বাম মিলে ত্ণমূল থেকে পিছিয়ে এসেছে, এর ফলে এই এলাকায় এখন সবথেকে বেশি এগিয়ে আছে ত্ণমূল।
কিন্তু দলের ঝুলিতে ভোট বেশি থাকলেও সেই নিয়ে দলের রাশ টানার এখনই কোন সুজোগ নেই ত্ণমূলের । কারন পঞ্চায়েত সমিতি দখল করতে গেলে আগে সেখাঙ্কার সভাপতি এবন সহ-সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনতে হবে। কিন্তু সব মিলিয়ে সেইসব কবে হবে তা এখনই স্থির করে বলা সম্ভব হচ্ছে না। এছাড়া এও জাকনা গেছে এই সপ্তাহেই নাকি আবার মহকুমা শাসককে চিঠি দিতে চলেছে ত্ণমূল।
কিভাবে তাদের দলে সদস্যরা তাতে যোগ দেবেন এবং কিভাবে তাতে পঞ্চায়েত সমিতি দখল করবে সেই নিয়ে তাদের আলোচনা করা দরকার। পাশাপাশি রাজ্যে এই দলের রমরমা আমাদের চোখে পরার মতন কারন আমরা দেখতেই পেয়েছি যে ত্ণমূল ২০১১ থেকে ক্ষমতা আসার পর থেকেই আমাদের রাজ্যে তারা সব জায়গায় এগিয়ে। সেই তুলনায় পাশাপাশি অন্য দল তারা অনেকটাই পিছিয়ে আছে, বলা চলে তারা সংখ্যালঘু হয়ে পড়েছে অনেক ক্ষেত্রে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…