বাসন্তীতে গুলি করে কুপিয়ে খুন তৃণমূল কর্মী, গোষ্ঠীদ্বন্দ্বের ফল! দাবি বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ফের একবার খুন হলেন তৃণমূল কর্মী। সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কর্মীদের খুনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। কখনো বিরোধীদের ষড়যন্ত্রকে কাঠগড়ায় তোলা হয়, আবার একাধিক সময়ে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেও খুন বলে অভিযোগ সামনে উঠে আসে। সেই ধারা বজায় রেখে এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তী এলাকায় এক তৃণমূল কর্মীকে গুলি এবং পরবর্তীতে কুপিয়ে নৃশংস ভাবে খুন করল দুষ্কৃতীরা। এ ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। শাসকদলের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন রকম সম্পর্ক নেই। আবার বিরোধীরা এই খুনের পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের কারণকেই সামনে তুলে ধরেছে।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকার বাসিন্দা জানে আলম গাজি। এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, এদিন সকালে  বাসন্তী বাজারে রওনা দিয়েছিলেন জানে আলম। এরপরে বাজার থেকে ফেরার সময় ওই ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথমে গুলি এবং পরবর্তীতে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর বাঁচানো সম্ভব হয়নি। সেখানেই মৃত্যু হয় আলমের।

bhangar murder

তবে বর্তমানে জানে আলমের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই বলেই মনে করছে তৃণমূল। আবার অপরদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ওদের কর্মী খুন হয়েছে। বাংলায় যতদিন তৃণমূল সরকার থাকবে, ততদিন এই ধরনের ঘটনা ঘটতে থাকবে।”


Avatar
Sayan Das

সম্পর্কিত খবর