বাংলা হান্ট ডেস্ক : কুলতলিতে বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) মধ্যে সংঘর্ষের উত্তেজনা ছড়াল রবিবারও। এই ঘটনায় দু’পক্ষের ৫ জন আহত হয়েছেন। কুলতলি ব্লকের মৈপীঠ উপকূল থানা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। এদিন কিশোরীমোহনপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। সেখানেই দলের কর্মীরা হাজির হন।
অভিযোগ, ওই মন কি বাত অনুষ্ঠান শেষে বিজেপি কর্মীরা বাড়ি ফেরার পথে তাঁদের উপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্র জানা যাচ্ছে, আগে থেকেই এলাকায় জড়ো হয় তৃণমূলের লোকজন। বিজেপি কর্মী সমর্থকরা যখন স্থানীয় পাঁচমাথার মোড়ে পৌঁছয়, সেই সময় তাঁদের ঘিরে ধরেন তৃণমূলের লোকেরা। দুই পক্ষের মধ্যে প্রবল হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে মৈপীঠ উপকূল থানার পুলিস পৌঁছায় ঘটনাস্থলে। কোনও ভাবে সামাল দেয় পরিস্থিতি। ঘটনার ভিডিও শেয়ার করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
An indoor program of Bjp was going on in Kultali market
TMC cadres REZAUL GAZI,ABDUL DHALI, JUDALI MOLLA attacked Bjp workers with iron rods, sticks&beaten them up &all are admitted with serious injuries
Again NHRC’s ‘law of ruler¬ rule of law’comes true @MamataOfficial pic.twitter.com/q7tiQ2X5fr
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) January 29, 2023
এরপরই স্থানীয় বাজার এলাকায় বিজেপি কর্মীদের উপর লাঠি নিয়ে হামলা চালানো হয়। অভিযোগপর তির তৃণমূলের দিকে। বিজেপির তিনজন আহত হন বলে জানা যাচ্ছে। একজনের মাথাও ফেটে যায়। ব্লক তৃণমূল সভাপতি পিন্টু প্রধান বলেন, ‘শান্তির মৈপীঠ, শান্তির কুলতলিকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপির ভাড়া করা গুন্ডারা। আমাদের কর্মীরা আজ চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। আমাদের দুই কর্মীকে বেধড়ক মার মেরেছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাঁরা। অথচ বিজেপি নাটক করছে, ওদের ছেলেদের নাকি আমরা মেরেছি। এসব মিথ্যার রাজনীতি করে কোনও লাভ নেই।’
এদিকে বিজেপি জয়নগর জেলা সম্পাদক বিকাশ সর্দার বলেন, ‘কুলতলি থানা বলুন বা কুলতলি কোস্টাল মৈপীঠ। এখানে তৃণমূলের কাছে বিক্রি হয়ে গিয়েছে পুলিস। আইনের শাসন নেই। বারবার বিধায়কের লোকজন এসে বিজেপির উপর হামলা করছে। আজও করল। মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমাদের কর্মীদের। পুলিস নীরব। তাদের কোনও ভূমিকাই নেই। সর্বত্র তৃণমূলের হিংসা চলছে। এর বিহিত চাই আমরা।’