বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাই (21 July), শহিদ দিবসে ধর্মতলায় তৃণমূলের (Trinamool Congress) সমাবেশ। ৩১ পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে শহিদ তৰ্পন দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। নেত্রীর এক ডাকে জেলাগুলি থেকে কাতারে কাতারে মানুষ এসে জড়ো হয়েছেন নগরীর বুকে। উত্তর থেকে দক্ষিণ, তৃণমূলের ২১ জুলাইয়ে তৃণমূল কর্মী, সমর্থকদের ঢল।
২৬-র বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষ একুশে জুলাই। কেউ সেজে এলেন মমতার মত, কেউ আবার শাহরুখ সেজে চমকে দিলেন সকলকে। আবার কেউ কেউ দলনেত্রীর বক্তৃতা শুনে ধর্মতলা চত্বরেই বসালেন মদের আসর। পান করা হল রঙিন পানীয়। ২১ জুলাইয়ের সভা শেষে যখন দলে দলে শাসকদলের কর্মী-সমর্থকেরা ফিরে যাচ্ছেন তখন এমনই চিত্র উঠে এল ধর্মতলা চত্বর থেকে।
ঠিক কী দেখা গেল?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও। যার মধ্যে কিছু ভিডিও এসে পৌঁছেছে বাংলাহান্টের হাতেও। সেই ভিডিওতে চোখ রাখতেই চক্ষু চড়কগাছ। ভিডিওতে দেখা গেল একদল যুবক, কলকাতার খোলা রাস্তায় নিয়ে বসে আছেন মদের বোতল। তাতেই পড়ছে চুমুক। এরা শহিদ দিবসের সভায় গিয়েছিলেন তার প্রমাণ কই? এর প্রমাণ ধরিয়ে দিচ্ছে ভিডিওই।
শহিদ দিবস পালনে বসল মদের ঠেক! রঙিন পানীয়তে মত্ত ওরা
ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাদের মধ্যেই একাংশের পরনে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা সাদা জামা। আর তারাই খোলা আকাশের নিচে বসে দিনের আলোয় করছে মদ্যপান। বুকে মমতার ছবি আর গলা দিয়ে যাচ্ছে মদ। শহরের একাধিক রাস্তায় ছড়ানো মদের বোতল।
ভিডিও দেখুন: https://www.facebook.com/share/r/16cTuF7ur6/
খোলা রাস্তায় বসে কী করছেন তৃণমূল কর্মী সমর্থকরা?
মূলত যেই স্থানের ভিডিও বাংলাহান্টের কাছে পৌঁছেছে তা কলকাতা পুরসভার ৫১ নম্বর রাস্তার আশেপাশের। এখানেই প্রশ্ন উঠছে তৃণমূল সমর্থক হোক বা অন্য কেউ, দিনের আলোয় এভাবে খুলে-আম মদের আসর বসানোর সাহস এরা পেল কোথা থেকে? প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকায়। আর এখানেই উঠছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা অভিযোগের প্রসঙ্গও।
আরও পড়ুন: মমতার সভায় হাজির তাঁরই ‘ডুপ্লিকেট’! একুশের সমাবেশে চমকপ্রদ কাণ্ড, নেপথ্যের কারণ জানলে ভারী হবে মন
উল্লেখ্য, এদিন যখন শাসকদল কলকাতায় শহিদ সমাবেশের সভায় ব্যস্ত সেই সময় উত্তরবঙ্গে দাঁড়িয়ে তৃণমূলকে জোর নিশানা করেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “এক তৃণমূলের নেতা মদ্যপ অবস্থায় সমাবেশে যোগ দিতে যাচ্ছেন।” আর শহিদ সমাবেশের পর খাস কলকাতার রাস্তার যে চিত্র সামনে এল তাতে বিরোধীদের অভিযোগ যে খুব একটা ভুল কিছু নয় তাই যেন বলে দিয়ে গেল…