ছাত্রনেত্রীকে কুপ্রস্তাব, কার্যালয়েই শ্লীলতাহানি! গুরুতর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল ছাত্রনেত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানীর অভিযোগ। অভিযোগের তীর কলেজেরই প্রাক্তন ছাত্রনেতা তথা তৃণমূল ছাত্র পরিষদের তিন নেতার বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে নদীয়ার কলেজে। এই ছাত্রনেত্রী অভিযোগ করেছেন, তৃণমূলের তিন ছাত্রনেতা একাধিকবার তাকে কুপ্রস্তাব দিয়েছে ও শ্লীলতাহানীর চেষ্টা করেছে।

ছাত্রনেতাদের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগও তুলেছেন এই ছাত্রনেত্রী। ছাত্রনেত্রীর দাবি প্রথমে এই বিষয়টি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ করেন । কিন্তু বিষয়টি নিয়ে পদক্ষেপ না করায় তিনি পুলিশে জানাতে বাধ্য হয়েছেন। যদিও অভিযুক্তদের বক্তব্য এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি ঘটনা। পুলিশ অভিযোগ পেয়ে ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে।

আরোও পড়ুন : ৫ লাখের বীমা, ১০ লাখের হেল্থ প্যাকেজ! অটো চালক, শ্রমিক, ক্যাব ড্রাইভারদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের

এই ছাত্রনেত্রী পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। এই ছাত্রনেত্রী পুলিশকে জানিয়েছেন, তারই কলেজের ছাত্রনেতা বারবার তাকে কুপ্রস্তাব দিয়েছে। এমনকি একটি কাজের বাহানায় একদিন তাকে ডেকে পাঠানো হয় তৃণমূলের কার্যালয়ে। অভিযোগ সেখানে তার শ্লীলতাহানীর করা হয়।

আরোও পড়ুন: ‘সরকারই চাইছেনা’, পরীক্ষার প্রশ্ন ফাঁস হতেই রাজ্যের দিকে আঙুল তুললেন ‘টেট পাশ’ পরীক্ষার্থী

এমনকি ওই ছাত্রনেত্রী পুলিশকে জানিয়েছেন যে এই ব্যাপারটি কাউকে জানালে তাকে প্রাণে মারার হুমকিও দিয়েছে ওই ছাত্র নেতারা। এমনকি বাবার ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি পেয়েছেন এই ছাত্রনেত্রী। এই ছাত্রনেত্রী বলেছেন বারবার বিষয়টি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতাদের তিনি অভিযোগ করেছেন, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি দল। 

1703423681 tmc

ছাত্রনেত্রীর কথায়, আমার কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে ওই ছাত্রনেতাদের প্রস্তাবে রাজি না হওয়ায়। এখন পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হচ্ছে। অন্যদিকে, অভিযুক্তদের একজন এই বিষয়ে বলেছেন, পরিকল্পনামাফিক ষড়যন্ত্র এটা। কিন্তু কেন তাদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে সেই বিষয়ে কিছু জানাতে চাননি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর