লোকসভার পাকা টিকিট! BJP-তে যাচ্ছেন তৃণমূলের রাজন্যা? বাংলা হান্টের প্রশ্নে মুখ খুললেন নেত্রী

বাংলা হান্ট ডেস্কঃ দিনটা ছিল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসে (Trinamool Shahid Diwas) বিপুল কর্মী সমাবেশের মধ্যে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা রাখেন সোনারপুরের মেয়ে রাজন্যা হালদার (Rajanya Haldar)। নিজের ঝাঁঝালো বক্তৃতা আর দৃঢ় আত্মবিশ্বাসের সাথে মঞ্চ কাঁপান তিনি। সেই থেকেই লাইমলাইটে উঠে আসেন তৃণমূলের (Trinamool Congress) এই যুবনেত্রী।

জুলাই থেকে এখন ২০২৪ এর মার্চ। মাঝে কেটেছে বেশ খানিকটা সময়। ভাইরাল চ্যাট, নাচের ভিডিও, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঝামেলা থেকে, সিনেমা জগতে এন্ট্রি বহুবার বহু ইস্যুতে শিরোনামে এসেছেন তৃণমূলের রাজন্যা। আর এবার লোকসভা ভোটের আগে ফের হেডলাইন মমতার ‘প্ৰিয়’ তৃণমূলের ঝাঁঝালো যুবনেত্রী। শোনা যাচ্ছে এবার বিজেপিতে যোগদান করছেন রাজন্যা। আর এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি তৃণমূল ছাত্রনেত্রী রাজন্যা হালদারের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি নেতৃত্ব। তাকে আহ্বান জানিয়েছে গেরুয়া শিবির। রাজন্যাকে নাকি লোকসভায় প্রার্থীও করতে চায় বিজেপি। আগামীকাল ৭ মার্চ ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। বারাসতে সভা রয়েছে তার। সূত্রের খবর, তার আগেই রাজন্যাকে নিজের মতামত জানাতে অনুরোধ করেছে বিজেপি।

তবে কেবল রাজন্যাই নয়, তার হবু বর তৃণমূলের প্রান্তিক চক্রবর্তীকেও পদ্মে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এই প্রান্তিকের বিরুদ্ধেই কিছুদিন আগে নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সূত্রের খবর, এক নয়, একাধিকবার রাজ্যনার সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি।

rajanya haldar

আরও পড়ুন: মমতার প্রশংসা করতে গিয়ে চোখে জল, ফুঁপিয়ে কেঁদে ফেলেন জাস্টিস গাঙ্গুলি! তবে কী তৃণমূলে?

বিজেপি চাইছে লোকসভা ভোটে তাদের টিকিটে রাজন্যা লড়ুক। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও রাজন্যাকে বৈঠকেরও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাংলা হান্টের তরফে রাজন্যা হালদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে তিনি জানিয়েছেন, আমাকে অফার দেওয়া হয়েছিল … কিন্তু আমি যাচ্ছি না বিজেপিতে। যদিও বিজেপির তরফে এখনও এই বিষয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর