বাংলা হান্ট ডেস্ক: পাক শাসক দলের সচিব পর্যায়ের নেতা সালার সুলতান জাই এর মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এই টুইট দেখলে যে কারও মনে তার মানসিক সুস্থতা সম্পর্কে প্রশ্ন আসবে। তিনি অত্যন্ত কুৎসিত ভাষায় ভারতের গর্ব তথা প্রাক্তন অধিনায়ক কে আক্রমণ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘ভদ্রলোকের খেলায় দুর্নীতি করা এবং প্রভাব খাটানো ধোনি, এমন লজ্জাজনক বিদায়ই তোমার প্রাপ্য ছিল।’ ওদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি আবার শেয়ার ও করেন এই পোস্ট টি।
এই বিশ্বকাপে স্লো ব্যাটিংয়ের জন্য সমালোচিত হলেও, সামগ্রিকভাবে তাঁর অবদান কোনওদিন অস্বীকার করতে পারবে না ভারতীয় ক্রিকেট। এমন কোনও আইসিসি টুর্নামেন্ট নেই যা তিনি জেতেননি। টেস্টেও ভারতকে এক নম্বর দল করেছেন। তার ফিনিশিং দেখার অপেক্ষায় মুখিয়ে থাকত গোটা বিশ্ব। শুধু ভারতই নয়, বিশ্বক্রিকেটকেও সমৃদ্ধ করেছেন তিনি। এমনকী পাকিস্তানেও রয়েছে তাঁর অগণিত ভক্ত। অথচ রাজনীতি করতে গিয়ে সেই কিংবদন্তিকে আক্রমণ করে বসলেন সেদেশের মন্ত্রী। বি সি সি আই থেকে স্পষ্ট জানিয়ে দাওয়া হয় যে অবসর নিচ্ছেন না ধোনি।কিন্তু তার পূর্বে অধিকাংশ মানুষই ভেবেছিলেন তিনি হয়ত অবসর নিতে চলেছেন। সেই ধারণা থেকেই এইরকম টুইট।