দাপিয়ে বেড়াচ্ছে ED, রাজনীতির মঞ্চে BJP কে রুখতে ২টি বিল পাশ হেমন্ত সোরেনের

বাংলাহান্ট ডেস্ক : ইডির (Enforcement Directorate) হাত থেকে কিছুতেই নিস্তার পাচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। বেআইনি কয়লা খনি খাদান ও সেই সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন মামলায় নাম জড়িয়েছে জেজেএম শীর্ষ নেতার। ইডির তদন্ত শুরু করতেই প্রবল চাপে জোট সরকার। কিছু দিন আগেই মুখ্যমন্ত্রীর গদি নিয়েও টানাটানি হয়েছিল। কোনওমতে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সে যাত্রায় গদি বাঁচান সোরেন। তবে আবার একবার ইডির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠাতেই টনক নড়ল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি বিল পেশ করা হতে পারে বলেই জানা গিয়েছে।

বিশেষ সূত্রে খবর, ২০১৯ সালের নির্বাচনী প্রচারে করা দুই প্রতিশ্রুতিই পূরণ করতে চলেছে হেমন্ত সোরেনের সরকার। আজ, শুক্রবার ঝাড়খণ্ডের বিধানসভায় বিশেষ অধিবেশনে দুটি বিল পাশ করা হতে পারে। একটি বিল হল স্থানীয় বাসিন্দাদের চিহ্নিতকরণের বিল এবং অপরটি হল পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা ওবিসি সম্প্রদায়ের জন্য শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বাড়ানোর জন্য পেশ করা বিল।

স্থানীয় বাসিন্দা চিহ্নিতকরণের জন্য প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা কারা, তা চিহ্নিতকরণের জন্য ১৯৩২ সালের জমি রেকর্ড ব্যবহার করা হবে। ওই জমির রেকর্ডে যাদের নাম উল্লেখ থাকবে, তাদের এবং পরবর্তী প্রজন্মকে স্থানীয় বাসিন্দা হিসাবে চিহ্নিতকরণ করা হবে।

দ্বিতীয় বিলটিতে পিছিয়ে পড়া শ্রেণির জন্য রাজ্যে সংরক্ষণ বাড়ানোর কথা বলা হয়েছে। বর্তমানে ঝাড়খণ্ডের সরকারি শিক্ষা ও চাকরিক্ষেত্রে ওবিসিদের জন্য ১৪ শতাংশ আসন সংরক্ষিত থাকে। সেই সংরক্ষণের হার বাড়িয়ে ২৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে। শুধু ওবিসিই নয়, উপজাতি বা শিডিউল ট্রাইব-র সংরক্ষণের হারও ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ। জনজাতি বা শিডিউল কাস্টের সংরক্ষণের হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হবে।

এই সপ্তাহেই জাত-বর্ণ নির্বিশেষে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা বলেছে সুপ্রিম কোর্ট। যদি সংরক্ষণ সংস্কারের বিল পাশ হয়, তবে ঝাড়খণ্ডে মোট সংরক্ষিত আসনের হার বেড়ে ৭৭ শতাংশে পৌঁছবে। প্রসঙ্গত, দেশের মধ্যে সর্বোচ্চ আসন সংরক্ষণ হবে ঝাড়খণ্ডেই।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর