মুহুর্তেই ঘায়েল হবে শত্রুরা! অনুপ্রবেশের চেষ্টা করলেই ‘খেল খতম’ করে দেবে ভারত, আসছে নয়া প্রযুক্তি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক অতীতে সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ রুখতে অত্যাধুনিক AI প্রযুক্তির অস্ত্র বসাতে চলেছে ভারতীয় সেনা। পাকিস্তানি সন্ত্রাসী ও অনুপ্রবেশকারী রুখতে আগামী দিনে ভারতের (India) নয়া বাজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ওয়েপন সিস্টেম।

শত্রু নাশ করতে ভারতের (India) নয়া প্ল্যান

শুনতে কল্পবিজ্ঞানের কোনও গল্প মনে হলেও, এবার ভারতীয় সেনাবাহিনী (Indian Army) সেই অসাধ্য সাধন করে দেখাতে চলেছে। পাক (Pakistan) শত্রুদের নিকেশ করতে এবার সীমান্তে Ten AI Weapon System বা TAIWS বসাতে চলেছে ভারতীয় সেনা। মুহূর্তে শত্রুকে চিহ্নিত করে কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই তাকে ঘায়েল করে দেবে TAIWS।

আরও পড়ুন : সারা রাত ধরে দুজনে… মিঠুন-শ্রীদেবীর গোপন কথা জানতে পেরেই চরম সিদ্ধান্ত নেন যোগিতা!

কেমন ভাবে কাজ করবে TAIWS?

এই যন্ত্রের প্রাইমারি ও সেকেন্ডারি ক্যামেরা প্রথমে চিহ্নিত করবে শত্রুকে। তারপর মেশিনগানের সাহায্যে অনুপ্রবেশকারী বা জঙ্গিকে গুলি করে আক্রমণ শানাবে TAIWS। শত্রুর গতিবিধি আঁচ করে মাত্র ১০ মিলিসেকেন্ডেই শত্রুর খেল খতম করে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর এই ওয়েপন সিস্টেম। তবে শত্রুপক্ষের উপর গুলি চালানো হবে কিনা, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন বাঙ্কারে পাহারার দায়িত্বে থাকা সেনা কর্মী।

আগামী কয়েক মাসের মধ্যেই জম্মু ও কাশ্মীর সীমান্তে সেনার বাঙ্কারে TAIWS বসানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। দাবি করা হচ্ছে, এই সমরাস্ত্রের ডে ক্যামেরা ও থার্মাল ইমেজ ক্যামেরা অন্ধকার বা ঝড়-কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়াতেও ২ কিলোমিটার পর্যন্ত স্পষ্ট ভাবে অনুসন্ধান চালাতে সক্ষম।TAIWS-এর ক্যামেরা ৪০X পর্যন্ত জুম করাও যাবে।

To defeat enemy India new plan

মিডিয়াম মেশিন গানের ১.৮ কিলোমিটার পাল্লার গুলি জঙ্গল বা পাথরের আড়ালে লুকিয়ে থাকা শত্রুকেও ঘায়েল করে দিতে পারে নিমেষে। আগামী দিনে কাশ্মীর সীমান্ত সুরক্ষিত করতে ভারতীয় সেনার এই সমরাস্ত্র যে নিজের কেরামতি দেখাতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সেনা ও বন্দুকের গুলির সাথে তাল মিলিয়ে এবার সীমান্ত পাহারায় নয়া উদাহরণ তৈরি করতে চলেছে TAIWS।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X