বাংলা হান্ট ডেস্ক: অনেক অপেক্ষার পর আজ ২২ শে জুলাই চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান ২।সেখানে গিয়ে কিকি করতে চলেছে চন্দ্রযান২? এই প্রশ্ন অনেকেরই আছে। প্রথমত চাঁদের মাটি খতিয়ে দেখবে এই চন্দ্র যান ২। তারপরে তার করণীয় কার্য গুলো কিছুটা এরকম –
চাঁদের আবহাওয়ার রিপোর্ট প্রস্তুত করা ও
চাঁদের রাসায়নিক বিশ্লেষণ করা,চাঁদের ছবি প্রেরন করা, চাঁদে মজুত থাকা খনিজ পদার্থের সন্ধান করা এবং ভবিষ্যতে বিপুল শক্তির উত্স হিলিয়াম থ্রি-র সন্ধান করা।
আগামী ১৫ দিন কী কী করণীয় চন্দ্রযান ২এর? জেনে নাওয়া যাক।দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান২।চাঁদের রোভার প্রজ্ঞান ৪০০ মিটার চলবে যার গতিবেগ হবে প্রতি সেকেন্ডে ১ সেমি।রোভার ড্রিল করে চাঁদের মাটি খুঁড়বে এবং সেই মাটির বিশ্লেষণ করে রিপোর্ট জমা করবে। পৃথিবীতে সেই রিপোর্ট আসতে ১৫ মিনিট সময় লাগবে।
এই প্রসঙ্গে চন্দ্রযান১ চাঁদে গিয়ে কী কী করতে পেরেছিল তা ও জেনে নাওয়া যাক।
প্রথমত চাঁদে জলের প্রমাণ বার করে,
চাঁদে কেমিক্যাল ও খনিজের ম্যাপিং করে,
ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের অংশ খুঁজে পায় এই চন্দ্রযান১।চাঁদে সিলিকনের খোঁজও পায় তারা।