বাংলাহান্ট ডেস্ক : গোটা ভারতেই এ বছর রেকর্ড গরম পড়েছে। তীব্র গরমের হাত থেকে বাঁচতে তাই ভরসা এয়ার কন্ডিশন, এয়ার কুলার কিংবা ফ্যান। অতিরিক্ত পরিমাণ এই ধরনের যন্ত্র ব্যবহারের ফলে বেড়েছে বিদ্যুতের (Electricity) চাহিদা। দেশের অনেক জায়গায় দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতি। এই আবহে এবার বাংলার বিদ্যুৎ গ্রাহকদের জন্য দুঃসংবাদ। হয়ত খুব শীঘ্রই ইউনিট প্রতি বিদ্যুতের মাশুল বৃদ্ধি করতে চলেছে CESC।
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের কাছে বিদ্যুতের মাশুল বৃদ্ধির জন্য আবেদন জানিয়েছে সিইএসসি। কমিশন যদি এই আবেদনে সাড়া দেয় তাহলে গড়ে ইউনিট প্রতি দেড় টাকা করে বাড়তে চলেছে বিদ্যুৎ খরচ। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় শেষবার CESC (Calcutta Electric Supply Corporation) বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেছিল 2017 সালের জানুয়ারি মাসে। বর্তমানে সিইএসসি এলাকার গ্রাহকদের ইউনিট প্রতি গড়ে 7.31 টাকা করে দিতে হয়।
আরোও পড়ুন : স্বস্তি দিয়ে মাসের শুরুতে কমল জ্বালানির দাম! কলকাতায় কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল?
কমিশনের কাছে CESC সম্প্রতি যে অ্যানুয়াল পারফরম্যান্স রিভিউ ও ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট পিটিশন দিয়েছে তাতে বলেছে, 2019-20, 2020-21 ও 2021-22 সালে যথাক্রমে 1161.73 কোটি, 1123 কোটি ও 1244.72 কোটি টাকা ব্যয় বেশি হয়েছে। এই অর্থ আদায় করার জন্য সুদ সহ গ্রাহকদের কাছ থেকে 2024-25, 2025-25 ও 2026-27 সালে যথাক্রমে ইউনিট প্রতি 1.60 টাকা, 1.50 টাকা ও 1.50 টাকা করে বেশি নিতে হবে।
বস্তি উন্নয়ন সমিতির দাবি, CESC গত সাত বছর বাড়তি টাকা আদায় করেনি গ্রাহকদের কাছ থেকে। এই অবস্থায় বিদ্যুৎ বিলের খরচ বৃদ্ধির আশঙ্কায় সোচ্চার হয়েছে বস্তি উন্নয়ন সমিতি। অভিযোগ জানিয়ে তারা ইতিমধ্যেই চিঠি দিয়েছে কমিশনকে। এছাড়াও রাজ্য সরকারকে তারা আবেদন করেছে যাতে প্রত্যেকটি পরিবারকে প্রতি মাসে 200 ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হয়।