কত টাকা থাকলে আপনি বড়লোক? প্রকাশ্যে এল বড়সড় তথ্য, দেখুন হিসেব

বাংলাহান্ট ডেস্ক : বড়লোক স্বপ্নটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রচুর সম্পত্তির অধিকারী। ব্যাঙ্কে হয়তো তার লক্ষ লক্ষ টাকা গচ্ছিত রয়েছে কিংবা মাঝেমধ্যেই বিদেশে ভ্রমনে যান। বড়লোক মানেই সেই ব্যক্তির সংগ্রহে রয়েছে নামিদামি কোম্পানির গাড়ি। এই জিনিসগুলো থাকলেই আমাদের সমাজ সেই ব্যক্তিকে বড়লোক হিসেবে বিবেচিত করে।

গ্লোবাল রিয়েল এস্টেট কনসালটেন্সি নাইট ফ্রাঙ্ক বলছে ব্যাপারটি আসলে সেরকম নয়। ওয়েলথ রিপোর্টে এই সংস্থা বলেছে, বিভিন্ন দেশের সব থেকে ধনী এক শতাংশ ব্যক্তিদের তালিকায় নিজেকে যুক্ত করতে হলে কত টাকার মালিক হওয়া প্রয়োজন। পাশাপাশি বিভিন্ন তথ্যও তুলে ধরা হয়েছে এই রিপোর্টে।

এই রিপোর্টে আরো দাবি করা হয়েছে বিশ্বজুড়ে 2022 সালে 8 শতাংশ কমেছে অত্যন্ত ধনী ব্যক্তির সংখ্যা। যদিও 2021 সালে সেই সংখ্যা 9 শতাংশ বৃদ্ধি পেয়েছিল। পাশাপাশি এই রিপোর্টে আরো দাবি করা হয়েছে যে দেশে বাড়তে চলেছে ধনী ব্যক্তির সংখ্যা। গত বছর ভারতে ধনী ব্যক্তির সংখ্যা নেমে এসেছে 12,069 তে।

কিন্তু অনুমান করা হচ্ছে আগামী পাঁচ বছরে সেই সংখ্যা 19,119তে গিয়ে পৌঁছাবে। 2027 সালের মধ্যে ভারতে ধনী ব্যক্তির সংখ্যা এগিয়ে দাঁড়াবে 19,119তে। মনে করা হচ্ছে একই সাথে ভারতের বিলিনিয়রের সংখ্যা গিয়ে পৌঁছাবে 195তে। ভারতে 2022 সালে 161 জন বিলিনিয়ার ছিলেন। 2021 সালে সেই সংখ্যাটি ছিল 145।

আসল ব্যাপার হলো বিশ্বের এক শতাংশ লোকের কাছে আমাদের কল্পনার অতীত সম্পত্তি রয়েছে। মোনাকো নাইট ফ্রাঙ্কের রিপোর্টে বলছে, কোনও ব্যক্তি যদি ওই এক শতাংশ ধনী ব্যক্তির তালিকায় জায়গা পেতে চান তাহলে তার আয়ের আট গুণ বেশি আয় করতে হবে। এই রিপোর্টে বিভিন্ন দেশের ক্ষেত্রে স্পষ্ট করা হয়েছে এই আয়।

money prize

ভারতের জন্য নির্দিষ্ট আয়ের কথাও উল্লেখ রয়েছে এই রিপোর্টে। রিপোর্টে বলা হয়েছে একজন ভারতীয় কত টাকা উপার্জন করলে তাকে বড়লোক হিসেবে গণ্য করা হবে। ভারতের ক্ষেত্রে ধনী ব্যক্তিদের তালিকায় যুক্ত হওয়ার ক্ষেত্রে সম্পত্তির পরিমাণ 1 কোটি 44 লক্ষ টাকা। উল্লেখ্য ভারতের থেকে এই তালিকায় ভালো অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন ও কেনিয়া।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর