ঘূর্ণিঝড়ের তালিকায় আর মাত্র দুটি নাম, পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম তৈরিতে ব্যস্ত 8 দেশ

বাংলা হান্ট ডেস্ক : 1959 সালের পর থেকে পঞ্চাশ বছরের ইতিহাসে দেখা গিয়েছে ভারতের ওপর দিয়ে বয়ে গেছে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়, বিশেষ করে 2009 সালের পর থেকে ভয়ানক সব ঘূর্ণিঝড়ে দেশের বিভিন্ন রাজ্য লন্ডভন্ড হয়ে গেছে। সম্প্রতি অর্থা চলতি বছরের ওড়িশা উপকূলে ফনি থেকে শুরু করে কীয়ার তার পরেই বুলবুল, তিনটি ঝড়েই লন্ডভন্ড হয়ে গিয়েছে দেশের তিন তিনটি রাজ্য। সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চল কার্যত ধ্বংস হয়ে গিয়েছে।cylone maha gujarat rains 0

তবে এই ঘূর্ণিঝড় লির নাম বিভিন্ন দেশ দেয়, এক একটি ঘূর্ণিঝড় শেষ হলেই প্রতিটি দেশের দায়িত্বে থাকে ঘূর্ণিঝড় নামকরণ। তবে ঘূর্ণিঝড়ের ভাণ্ডার প্রায় শেষ হতে চলেছে কারণ তালিকায় রয়েছে আর মাত্র দুটি নাম, তাই এ বার ঘূর্ণিঝড়ের নাম ঠিক করতে হবে আটটি দেশকে। সেই নাম তৈরিতেই ব্যস্ত তাই তো জানুয়ারি মাসের মধ্যেই সেই তালিকা প্রকাশিত হবে

দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের দেওয়া পবন ও আস্ফান শেষ হলেই প্রয়োজন পড়বে ঘূর্ণিঝড়ের নাম তাই তো ভারত বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ঘূর্ণিঝড়ের নামের ভাঁড়ার পূর্ণ করতে নতুন নামের তালিকা বানানোর কাজে নেমে পড়েছে। দিল্লির সংস্থার রিজিওনাল স্পেশালাইজড মেটরিওলজিক্যাল সেন্টার এই ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে।

যেহেতু একটি ঘূর্ণিঝড়ের পরে আর অপর ঘূর্ণিঝড়ের নাম ব্যবহার করা যায় না তাই পবন ও আস্ফান শেষ হলেই ঘূর্ণিঝড়ের নামের প্রয়োজন আর তাই তো কোমর বেঁধে আটটি দেশ নাম করণের কাজে নেমে পড়েছে।


সম্পর্কিত খবর