এক-দু টাকা নয়, ২,৪৮৪ কোটি! প্রেমিককে বিয়ে করতেই বিপুল সম্পত্তি ত্যাগ মহিলার, হতবাক সকলেই

বাংলাহান্ট ডেস্ক : পৃথিবীর অধিকাংশ মানুষ নিজের সম্পত্তি, স্বার্থ, বৈভব নিয়েই চিন্তিত। কলিযুগে মানুষ দিন দিন অর্থের কাঙাল হয়ে যাচ্ছে। এক ইঞ্চি জমির জন্য নিজের পেটের ভাই হত্যা করছে দাদাকে। সামান্য গয়নার লোভে চুলোচুলি বাঁধছে দিদি-বোনে। এমন সময় দাঁড়িয়ে যেন হাওয়ায় ঠিক বিপরীত স্রোতে গা ভাসিয়ে দিলেন মালয়েশিয়ার বিত্তশালী পরিবারের কন্যা অ্যাঞ্জেলিন ফ্রান্সিস।

অ্যাঞ্জেলিন ও তাঁর প্রেমিক জেদিদিয়ার অনন্য প্রেম কাহিনী আজ আমরা বর্ণনা করব আপনাদের। পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি অ্যাঞ্জেলিন ত্যাগ করেছেন জেদিদিয়াকে বিয়ে করার জন্য। নেট দুনিয়ায় অ্যাঞ্জেলিনের এই সাহসী সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছে। মালয়েশিয়ার (Malaysia) একটি ধনী ও প্রভাবশালী পরিবারের কন্যা অ্যাঞ্জেলিন।

আরোও পড়ুন : একবার জাল ফেলেই কেল্লাফতে! উঠে এল ৯৬ মণ ইলিশ, জানেন কত টাকায় বিক্রি হল সেগুলি?

তার বাবা খু কে পেং সেদেশের অন্যতম বড় ব্যবসায়ী। অক্সফোর্ডে পড়তে গিয়ে অ্যাঞ্জেলিন প্রেমে পড়েন জেদিদিয়ার। এরপর অ্যাঞ্জেলিনের বাড়িতে সেই ঘটনা জানাজানি হলে তার বাবা সরাসরি অ্যাঞ্জেলিনকে জিজ্ঞাসা করেন যে তিনি কোনটা বেছে নেবেন? পারিবারিক সূত্রে পাওয়া সম্পত্তি নাকি প্রেম? বাবার এই প্রশ্নের উত্তরে অ্যাঞ্জেলিন বলেন যে তিনি প্রথম প্রেমকেই প্রাধান্য দেবেন।

আরোও পড়ুন : চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর! লোক নিচ্ছে কলকাতা মেট্রো, আবেদন করুন আজই

জেদিদিয়ার পারিবারিক আর্থিক অবস্থা অ্যাঞ্জেলিনের পরিবারের থেকে অনেকটাই পিছিয়ে। বিত্তশালী পরিবারের মেয়ে হওয়ায় অ্যাঞ্জেলিনের বাবা এই বিয়েতে আপত্তি করেন। কিন্তু পারিবারিক সম্পত্তি ছেড়ে অ্যাঞ্জেলিন ভালোবাসার মানুষকে আপন করে নেন। অনেকদিন দূরে থাকার পর ফের একবার মালয়েশিয়া থেকে ডাক আসে অ্যাঞ্জেলিনের।

55hh ss 1692168143382 1692168145818

সেখানে তাকে আদালতে হাজির হতে হয় বাবা-মায়ের ডিভোর্স সংক্রান্ত কেসে। অন্যদিকে সোশ্যাল মাধ্যমে অ্যাঞ্জেলিনের প্রেমের কাহিনী এখন রীতিমতো ভাইরাল। স্বার্থপরতা-হিংসার এই যুগে অ্যাঞ্জেলিনের এই ত্যাগ অনেক মানুষকে আশা যোগাবে বলে মত নেটিজেনদের। অ্যাঞ্জেলিনের মতো মানুষেরা আরও একবার প্রমাণ করে দিলেন, অর্থ নয়, জীবনে বেঁচে থাকার জন্য ভালোবাসাটাই সবথেকে বেশি প্রয়োজন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর