রোহিত শর্মার কাছে বিশ্বের এই চারজন বোলারকে খেলা ‘দুঃস্বপ্নের মতো।’

রোহিত শর্মা এই ডানহাতি ভারতীয় ওপেনার ব্যাটসম্যান ক্রিজে থাকলে যে কোনো বোলার বল করার আগে ভয় পেয়ে যান। যিনি ক্রিজে থাকলে কার্যত ঝড় ওঠার সম্ভাবনা থাকে। ওয়ানডে ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরির মালিক যিনি, টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি মালিক যিনি সেই রোহিত শর্মাও নাকি এই চারজন বিশ্বসেরা বোলারের সামনে ব্যাট করা দুঃস্বপ্নের মত মনে করেন।

এমনিতে রোহিত শর্মা পেস বোলারদের দুর্দান্ত ভাবে সামলান, যদিও একটু সমস্যায় পড়েন সেটা হল বাঁহাতি পেসারের কাছে। তবে এই দিন রোহিত শর্মার যে চারজন বোলারের তালিকা দিয়েছেন তারা সকলেই বাঁহাতি বোলার। রোহিত শর্মার তালিকায় প্ৰথম স্থানে রয়েছেন  অজি পেসার ব্রেট লি, রোহিত শর্মা জানিয়েছেন 2007 সালে যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম সেই সময় ব্রেট লির ভয়ে আমার রাতে ঘুম আসত না। ব্রেট লি অনবরত 150-155 গতিবেগে বল করতো আর একজন তরুণ ব্যাটসম্যানের কাছে সেই বল সামলানো কার্যত অসম্ভব হয়ে উঠতো।

59014057938b01476940a6231bb58c2d3a547e8cd7f4dcec9f65465a942eaf21160e0244

রোহিতের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। রোহিত জানিয়েছেন স্টেইনের বলের গতি এবং সুইং সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। স্টেইন দলে থাকাকালীন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মা ত্রিশের নীচের গড়ে রান করেছেন। এছাড়াও শর্মা জানিয়েছেন বর্তমান প্রজন্মের দুই ফাস্ট বোলার কাগিসো রাবাডা এবং হ্যাজেলউডকে খেলতে তাকে বেশ সমস্যায় পড়তে হয়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর