মিটে গেল অসমের দীর্ঘ দিনের সমস্যা, এক চুটকিতে হাজার জঙ্গিকে মূল স্রোতে ফিরিয়ে আনল বিজেপি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্র, অসম এবং কারবি গোষ্ঠীগুলির (Karbi peace accord) মধ্যে এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হল শনিবার। করা হল বহু দশক পুরনো সমস্যার সমাধান। পৃথক রাজ্যের দাবি থেকে সরে এসে, এবার কেন্দ্র এবং অসম সরকারের সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করল পাঁচটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।

বিষয়টা হল, বোড়ো জনগোষ্ঠীর পর পৃথক ‘কারবি লংড়ি’র দাবি তুলেছিল অসমের ৫ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এই তালিকায় রয়েছে পিপলস ডেমোক্র্যাটিক কারবি লংড়ি, কারবি লংড়ি এনসি হিলস লিবারেশন ফ্রন্ট, কারবি পিপল’স লিবারেশন টাইগার, কুকি লিবারেশন ফ্রন্ট এবং ইউনাইটেড পিপলস লিবারেশন আর্মি (UPLA)।

পৃথক রাজ্যের দাবী জানিয়ে, অসমে একাধিক জনগোষ্ঠী আন্দোলন করেছে এই ৫ গোষ্ঠী। আলাদা রাজ্যের দাবী জানিয়ে তাঁদের এই আন্দোলন, রীতিমত অসম সরকাররে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে এবার এই সকল গোষ্ঠীর বেশকিছু দাবি মেনে নিল কেন্দ্র সরকার।

শুধুমাত্র পৃথক রাজ্যের দাবি করা ছাড়া, এই গোষ্ঠীগুলোর বেশ কিছু দাবি মেনে নেয় কেন্দ্র সরকার। স্বাক্ষরিত হয় এক শান্তি চুক্তি। এই ত্রিপাক্ষিক শান্তি চুক্তির মধ্যে রয়েছে কেন্দ্র সরকার, অসম সরকার এবং পৃথক রাজ্যের দাবী তোলা ৫ টি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।

শনিবার দিল্লীতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। কারবি গোষ্ঠীগুলির প্রতিনিধিদের সঙ্গে এই শান্তিচুক্তিতে স্বাক্ষর করে কারবি অটোনোমাস কাউন্সিলের জন্য ১৫০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তবে ইতিমধ্যেই এই ৫ সংগঠনের ১ হাজার ৪০ জন জঙ্গি সমাজের ফিরেছে এসেছেন সমাজের মূলস্রোতে।

সম্পর্কিত খবর

X