উত্তরপাড়ার ইঞ্জিনিয়ারের জয়জয়কার! ডাক পড়ল মার্কিন মুলুক থেকে, কারণ জানলে ধন্য ধন্য করবেন

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপাড়ার (Uttarpara) সমর চৌধুরী পেশায় ইঞ্জিনিয়ার হলেও গত ১৫ বছর ধরে তিনি চালিয়ে যাচ্ছেন গবেষণার কাজ। সমর বাবু গবেষণা করছেন ভৌগোলিক ও প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর। অতি মানবীয় শক্তি বা ইনসেন এলিয়েন এই গবেষণার অন্যতম একটি ক্ষেত্র। উত্তরপাড়ার বাসিন্দা সমর চৌধুরী এবার বড় সাফল্য পেলেন আন্তর্জাতিক ক্ষেত্রে। তাঁর গবেষণাপত্র দেখে আপ্লুত জিওলজিক্যাল সার্ভে অফ ইউনাইটেড স্টেটস। তারা সমর বাবুকে আমেরিকায় গিয়ে টিম তৈরি করে গবেষণার সুযোগ করে দিয়েছে।

সমর চৌধুরীর বাস পশ্চিমবঙ্গের (West Bengal) উত্তরপাড়ার সখের বাজার এলাকায়। কলেজে পড়ার সময় থেকে তিনি বিশেষভাবে আকৃষ্ট হন ভূতত্ত্ব ও ভৌগোলিক বিষয়ে। চাকরি করার পাশাপাশি এই বিষয় নিয়ে চালাতে থাকেন গবেষণা। পিরামিড থেকে সমর বাবু প্রথম আকৃষ্ট হন মেগালিথস-এর প্রতি। এরপর শুরু করেন গবেষণা। বাংলার এই কৃতি গুগল আর্থ থেকে ভিডিও নিয়ে তৈরি করেন প্রথম হাইপোথিসিস। এরপর গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে মাস ছয়েক আগে থেকে শুরু করেন গবেষণা।

আরোও পড়ুন : ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটে! হু হু করে আগুন ছড়াল রাজকোটের গেমিং জোনে, মর্মান্তিক মৃত্যু ২৪ জনের

বছর চল্লিশের সমর চৌধুরী দাবি করেছেন, মেগালিথস দিয়ে তৈরি হয়েছে গ্র্যান্ড ক্যানিয়নও। সার্ভে অফ ইউনাইটেড স্টেটস-এ সেই সংক্রান্ত গবেষণাপত্র জমা দিয়েছিলেন। তারপর এক সপ্তাহের মধ্যেই সেখান থেকে আসে জবাব। সমর বাবুকে আমেরিকায় (United States of America) গিয়ে এই বিষয়ে গবেষণার জন্য ডাক দেওয়া হয়েছে। ইউনাইটেড স্টেটস অফ জিওলজিক্যাল সার্ভে ইমেইল মারফত সমর বাবুকে গবেষণার জন্য আবেদন জানিয়েছে। নিজের গবেষণার জন্য এরপর সমর বাবু আরো তোড়জোড় শুরু করেছেন।

shutterstock 97706066 1

সমর চৌধুরী বলছেন, মানুষ টেরা ফার্মিং করার চেষ্টা চালাচ্ছে মঙ্গল গ্রহে। কৃত্রিমভাবে ওই গ্রহের বায়ুমণ্ডল ও মাটির কিছু পরিবর্তন করে মানুষের বাসযোগ্য পরিবেশ তৈরি করার চেষ্টাকেই বলা হয় টেরা ফার্মিং। সমর চৌধুরী দাবি করেছেন, কয়েক লক্ষ কোটি বছর আগে পৃথিবীতেও টেরা ফার্মিং করে মানুষের বাসযোগ্য পরিবেশ তৈরি করা হয়েছিল। কোনও অতিমানবীয় শক্তি এই টেরা ফার্মিং করেছিল যারা এসেছিল মহাবিশ্বের কোনও প্রান্ত থেকে। এই সংক্রান্ত বিষয়ে গবেষণার জন্যই আমেরিকা থেকে ডাকা হয়েছে তাঁকে।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর