বাংলাহান্ট ডেস্ক : বছরের পর বছরের চেষ্টায় ভারতের অর্থনীতির এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ ভারত। একের পর এক নতুন মাইলস্টোন পার করছে আমাদের প্রিয় জন্মভূমি। অন্যান্য দেশের সাথে ভারতের আদান-প্রদানও বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আইএমএফ, ভারতের অর্থনৈতিক বিকাশ নিয়ে আশাবাদী সবাই।
এই অবস্থায় সংস্থাগুলি জানাচ্ছে বর্তমানে চীনের অর্থনীতি বেশ টালমাটাল অবস্থায় রয়েছে। এই আবহে ফের একবার ভারত নতুন একটি ক্ষেত্রে টক্কর দিতে চলেছে চীনকে। এখনো পর্যন্ত নিঃসন্দেহে স্মার্টফোনের বাজারে রাজত্ব করছে চীনের সংস্থাগুলি। স্মার্টফোনের বাজারে চীনকে কাবু করতে এবার উঠে পড়ে লেগেছে ভারত।
আরোও পড়ুন : পিস পিস করে কাটা মহিলার দেহ, হাড় হিম করা ঘটনা কলকাতায়! আতঙ্ক গোটা এলাকায়
বিগত কয়েক বছর ধরে আমেরিকার সংস্থাগুলি চীন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে স্থানান্তর করছে। এর ফলে দ্রুত বিকশিত ভারতের মোবাইল রপ্তানি ব্যবসা। লাভের মুখ দেখতে শুরু করেছে ভারতের ব্যবসায়ীরা। অন্যদিকে টালমাটাল অবস্থা চীনের। একটি রিপোর্ট বলছে, প্রতি ঘন্টায় ৪.৪৩ কোটি টাকার মোবাইল ভারত রপ্তানি করছে আমেরিকাকে।
আরোও পড়ুন : ১, ২ টো নয়; এখানেই রয়েছে আরোও ১৫টি শ্বেত পলাশের গাছ! একটার দাম শুনলেই মাথা ঘুরে যাবে
চীন ও ভিয়েতনামের পাশাপাশি স্মার্টফোন রপ্তানিকারক দেশগুলির মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে ভারত। ২০২২-২০২৩ অর্থবর্ষে মাত্র ৯৯৮ মিলিয়ন ডলারের স্মার্টফোন রপ্তানি করা হয়েছিল আমেরিকায়। তবে ২০২৩-২০২৪ অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যেই ভারত আমেরিকায় রপ্তানি করে ফেলেছে ৪.৪৩ বিলিয়ন ডলারের স্মার্টফোন।
চীন থেকে আমেরিকায় স্মার্টফোন রপ্তানির পরিমাণ বেশ কমে গেছে। ৩৮.২৬ বিলিয়ান ডলার থেকে কমে ৩৫.১ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে এই অংক। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে ভিয়েতনামের রপ্তানিও। ভিয়েতনাম থেকে আমেরিকায় রপ্তানির পরিমাণ ৯.৩৬ বিলিয়ন ডলার থেকে কমে ৫.৪৭ বিলিয়ন ডলারে নেমে গেছে।