ইন্ডিয়াল আইডল দিয়ে শুরু জীবন, করেছেন অভিনয়, আজ হারিয়েই গিয়েছেন অভিজিৎ

বাংলাহান্ট ডেস্ক: ইন্ডিয়ান আইডল সিজন ওয়ানে জয় ছিনিয়ে নেন অভিজিৎ সাওয়ান্ত(Abhijeet Sawant)। তাঁর গাওয়া প্রতি গান মুগ্ধ করেছে শ্রোতাদের। সময় যত এগিয়েছে ততই বেড়েছে অনুরাগী সংখ্যা। জয়ের পরেই একের পর এক অ্যালবাম প্রকাশ করেন তিনি।২০০৫ সালে মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘আপকা অভিজিৎ সাওয়ান্ত’। ২০০৭ সালে প্রকাশ্যে আসে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘জুনুন’। তিনি গান গেয়েছেন একাধিক বলিউড (Bollywood) ছবিতেও।

‘আশিক বনায়া আপনে’-তে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করেন অভিজিৎ সাওয়ান্ত। এরপর একের পর এক ছবিতে গান করেন তিনি। অক্ষয় কুমার অভিনীত ‘তিসমার খান’-এও গান করেন অভিজিৎ সাওয়ান্ত। এরপর ‘ডিশুম’ সিনেমায় গান করেছেন তিনি। তাঁর ঝুলিতে একাধিক গান থাকা সত্ত্বেও রিয়েলিটি শোতে অংশগ্রহণ করা থেকে পিছু পা হতেন না তিনি। তিনি পার্টিসিপেট করেছেন ‘এশিয়ান আইডল’, ‘জো তিতা ওহি সুপারস্টার’- এর মতন রিয়েলিটি শোতে। ছিনিয়েও নিয়েছেন সাফল্য।

jpg (1)

কেবলমাত্র গান গেয়েই অনুরাগীদের মুগ্ধ করেননি তিনি। করেছেন অভিনয়ও। ২০০৯ সালে ‘লটারি’ ছবির হাত ধরে অভিনয় জগতে অভিষেক হয় অভিজিৎ সাওয়ান্তের। এরপর আরও বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেন তিনি। ইন্ডিয়ান আইডল ৫-এর সঞ্চালক হিসেবেও দেখা যায় এই গায়ক তথা অভিনেতাকে।

ab6761610000e5eb7bc8060cc3f46235c5729a52

তবে হঠাৎ করেই লাপাতা হয়ে যান এই গায়ক তথা অভিনেতা। বর্তমানে আর শুনতেই পাওয়া যায় না তাঁর গান। তাঁকে দেখতেও পাওয়া জায়না কোন ছবিতে। অনুরাগীদের মনে উঠতে থাকে একাধিক প্রশ্ন? কোথায় হারিয়ে গেলেন সকলের প্রিয় এই গায়ক? যদিও গানের জগতে তিনি এ্যাকটিভ না থাকলেও তিনি ভীষন এ্যাকটিভ সোশ্যাল মিডিয়ায়। প্রায় প্রত্যেকদিনই নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া থেকে ছবি, ভিডিও পোস্ট করেন এই তিনি।

additiya

সম্পর্কিত খবর