আজকের রাশিফল ৫ ই জুলাই সোমবার ২০২১, অন্যের প্রশংসা পাবেন এই রাশির ব্যক্তিরা

বাংলাহান্ট ডেস্কঃ সকালের শুরুতেই আজকের রাশিফল (Ajker rashifal) থেকে জেনে নিন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার আজকের দিনের বিষয়ে। রাশিফল পৃথক পৃথক রাশি ভেদে ভিন্ন ভিন্ন হয়। নিজের রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল।

মেষঃ অতীতের ভুল ক্ষমা অরে এগিয়ে যান, জীবন হবে সুন্দর এবং আনন্দময়। খরচ বাড়লেও, আয় বৃদ্ধি পাবে। অন্যদের থেকে আজকের দিনে কিছুটা প্রশংসা পাবেন। আপনার মতামত জানালে, পরিবারের লোকেরা তা সমর্থন জানাবে।

বৃষভঃ পরিবারের লোকেরা আপনার থেকে সবসময় কিছু না কিছু চাইতেই থাকবে। মজা করার জন্য আজকের দিন শুভ। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কিনে, নিজের কাছে যা আছে তাই ব্যবহার করুন।

মিথুনঃ বাচ্চার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দিত হবেন। ব্যস্ত সিডিউলের মাঝেও শরীর সুস্থই থাকবে। ব্যস্ততার দিন শেষে নিজের জন্য কিছুটা সময় পাবেন। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে লাভবান হবেন।

rashifal

কর্কটঃ ফাঁকা সময়টা ধর্মীয় কাজে ব্যয় করুন। নিজের মধ্যেকার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন, নাহলে সমস্যায় পড়বেন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। আর্থিক সমস্যার নিষ্পত্তি হয়ে অনেক অর্থের মালিক হবেন।

সিংহঃ পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা হলেই, তা পারবেন না। ভাই বা বোনের থেকে আজকের দিনে কিছু সুবিধা পেতে পারেন। ধূমপান, মদ্যপান জাতীয় বদভ্যাস ত্যাগ করুন। সুযোগের সদব্যবহার করা উচিৎ।

কন্যাঃ বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন আজকে। পুরনো অসুখ থেকে আজকের দিনে মুক্তি পাবেন। ভালোবাসার মানুষ আপনার জন্য আজকের দিনে বিশেষ কিছু করবে। নতুন কাজের জন্য সহজেই মূলধন জোগাড় করতে পারবেন।

তুলাঃ আজকের সন্ধ্যাটা রোম্যান্টিক ভাবে সাজিয়ে তুলুন। কোন দুঃস্থ মানুষকে সাহায্য করলে, মন ভালো থাকবে। এই রাশির পড়ুয়ারা ফাঁকা সময়ে নিজের কাজ সেরে রাখুন। অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে আজকের দিনে লাভদায়ী ফল পাবেন।

বৃশ্চিকঃ ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটবে আজ। আজকের দিনে কিছুটা বিশ্রাম প্রয়োজন আপনার। বই কিনে নিজেকে গৃহবন্দী করতে পারেন। আজকের দিনে কিছুটা আমোদ প্রমোদের প্রয়োজন।

ধনুঃ বিশেষ কারণ ছাড়াই সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। কোন কাজে বেশি চিন্তা করে হতাশ হয়ে পড়বেন না। অর্থনৈতিক সমস্যার কারণে কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে। আত্মীয় এবং বন্ধুরা আপনার জন্য সুন্দর সন্ধ্যার আয়োজন করবে।

মকরঃ বিনাকারণে অন্যদের উপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। আত্মীয়দের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার সময় সতর্ক থাকুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিন শুভ। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় কাটান।

কুম্ভঃ ধর্মীয় স্থান বা আত্মীয়র বাড়িতে ঘুরতে গেলে মন ভালো থাকবে। ভাবপ্রবণ মেজাজ আকড়ে ধরে থাকতে চাইলে, অতীতে ফিরে যেতে হবে। পাইকারি বিক্রেতাদের কাছে আজকের দিন শুভ। ঋণ নিয়ে ফেরত দেয় না এমন বন্ধুর থেকে দূরে থাকাই মঙ্গলের।

মীনঃ ভালোবাসার মানুষের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের তাঁদের বন্ধুরা খুশি রাখবে। চেয়েও সঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন না। কাছের বন্ধুর সাহায্যে আর্থিক সাহায্য পেয়ে ব্যবসায়ীরা সমস্যা মুক্ত হবেন।

Smita Hari

সম্পর্কিত খবর