বাংলা হান্ট ডেস্কঃ হঠাৎ নবান্নে (Nabanna) জরুরি বৈঠকের ডাক দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Chief Secretary Manoj Pant)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এই নির্দেশ দিয়েছেন। জানা যাচ্ছে, সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে শনিবারই জরুরি বৈঠক হতে চলেছে। এদিন দুপুর ১২টা থেকে এই উচ্চপর্যায়ের বৈঠক হতে চলেছে।
কি হবে নবান্ন বৈঠকে? Nabanna
সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে। রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কিভাবে বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও আরও নিরাপত্তা বাড়ানো যায়, এই লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে।
এদিনের বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সব সরকারি হাসপাতালের প্রিন্সিপাল, সুপাররদের পাশাপাশি সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও সব জেলার পুলিশ সুপারদেরও হাজির থাকার নির্দেশ এসেছে। উপস্থিত থাকতে হবে কলকাতা পুলিশের কমিশনারকে।

উল্লেখ্য, এসএসকেএম থেকে উলুবেড়িয়া সম্প্রতি একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালের শ্লীলতাহানির অভিযোগ সামনে আসতে অস্বস্তি বেড়েছে রাজ্যের। এসএসকেএম-এ এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এনআরএস-র এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। সেই নিয়ে জোর অস্বস্তি রাজ্য প্রশাসনের, স্বাস্থ্য দফতরের।
এদিকে গত মঙ্গলবার উলুবেড়িয়া মেডিক্যালে কলেজে এক মহিলা চিকিৎসককে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এসএসকেএম হাসপাতালের ঘটনাতেও ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। এই আবহে তড়িঘড়ি নবান্নের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।













