বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের দ্বাদশ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলস। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে বর্তমানে দারুণ ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস অপরদিকে প্রথম ম্যাচে জিতে দ্বিতীয় ম্যাচে হেরে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে রাজস্থান রয়েলস।
আজ রাজস্থানের বিরুদ্ধে জিততে মরিয়া চেন্নাই সুপার কিংস, আজকের ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে বেশ সুবিধাজনক জায়গায় চলে যাবে চেন্নাই। আর তাই আজ নিজেদের সেরা একাদশই নামাতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। যেহেতু চেন্নাইয়ের বোলিংয়ে বেশ কিছুটা সমস্যা দেখা দিয়েছে তাই আজ ম্যাচ ফিট হয়ে ওঠা দক্ষিণ আফ্রিকার তারকা বোলার লুঙ্গি এনগিডি কে প্রথম একাদশে খেলাতে পারে চেন্নাই সুপার কিংস। সেক্ষেত্রে বাদ পড়তে হতে পারে চেন্নাইয়ের দীর্ঘদিনের ম্যাচ উইনার ডিজে ব্রাভোকে। কারণ এই মরশুমের শুরু থেকে চেনা ছন্দের ধারে কাছেও পাওয়া যায়নি ব্রাভোকে তাই আজ তাকে ব্রাভোকে বসিয়ে লুঙ্গি এনগিডিকে প্রথম একাদশে রাখতে পারে ধোনি।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে চেন্নাইয়ের সম্ভাব্য প্রথম একাদশ:-
ঋতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়াডু, এম এস ধোনি, রবীন্দ্র জাদেজা, মইন আলি, স্যাম কারণ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, লুঙ্গি এনগিডি।