আজ মরণবাঁচন ম্যাচে নামতে চলেছে ধোনির চেন্নাই, সামনে হায়দ্রাবাদ

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে একেবারে মাঝপথে দাঁড়িয়ে রয়েছে আইপিএল। ইতিমধ্যেই আইপিএলের প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি দল সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রত্যেক দলই নিজেদের শক্তি বুঝে নিয়েছে। আর এমন পরিস্থিতিতে আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ধোনির চেন্নাই সুপার কিংস এবং ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। প্লে অফে উঠার জন্য আজকের ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই মুহূর্তে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ অপরদিকে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। এই দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। তাই প্লে অফের আশা জিইয়ে রাখতে আজকের ম্যাচ দুই দলের কাছেই মাস্ট উইন গেম।

177215884ba04ed6e33f0caf0b5c799b5f702d847bd3e583681329b82e611c70c4e7147db

এই দুই দলে রয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। চেন্নাইয়ে যেমন রয়েছে ফ্যাফ ডুপ্লেসি, শেন ওয়াটসন, আম্বাতি রায়াডু, যদিও সিএসকে অধিনায়ক ধোনি একেবারেই ফর্মে নেই। তেমনি হায়দ্রাবাদে রয়েছে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মনীশ পান্ডের মত তারকা। কিন্তু দুই দলের সমস্যা হল এই আইপিএলে ভালো দল তৈরি করেও একেবারেই ধারাবাহিক নয় এই দুই দল। কিন্তু আজকের ম্যাচ দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ কারন আজে যে দল হেরে যাবে তাদের প্লে অফে ওঠার আসা একপ্রকার শেষ হয়ে যাবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর