আজ বৃহস্পতিবার, জেনেনিন সোনা, রূপো, পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম

বাংলাহান্ট ডেস্কঃ সোনা (Gold) রূপোর (Silver) বাজার বন্ধ থাকলেও কিন্তু দামের পতন ঘটছে না। তবে আজ সোনার দাম বাড়লেও, কিছুটা কমেছে রূপোর দাম। করোনা ভাইরাসের (COVID-19) সংক্রমণের ভয়ে দেশ জুড়ে জারী রয়েছে লকডাউন পরিষেবা। আগামী ১৪ ই এপ্রিল অবধি চলবে এই লকডাউন। প্রয়োজনে এই লকডাউনের সময়সীমা বাড়াতেও পারে সরকার। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া বাকি সবকিছুই বন্ধ রয়েছে। কিন্তু এই লকডাউনের বাজারেও সোনার দাম কিন্তু ক্রমাগত উর্দ্ধমুখী হচ্ছে। আজ বেড়েছে সোনার দাম।

ff7b92be6bb701a6333d3c5882aee6e5

লকডাউনে বন্ধ রয়েছে যানচলাচল। বৈদেশিক ব্যবসাও এখন স্তব্ধ। কিন্তু এই পরিস্থিতিতে চীন এবং অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা করতে না পারায় ভারতের অর্থনীতি ক্রমগত নিম্নমুখী। আবার করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের প্রচুর অর্থ ব্যয়ও হচ্ছে। যার ফলে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে ভারতে। এই সময় দেশের কাছে সাহায্যও আসেছ প্রচুর। কিন্তু এই সময় সম্পূর্ণ বন্ধ সোনা রূপোর বাজার। এই পরিস্থিতির মধ্যেও ভারত লকডাউন অবস্থা জারী রেখে লড়ে চলেছে করোনা ভাইরাসের সঙ্গে।

গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১১৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১১৯ টাকা। তবে আজ কিন্তু সোনার দাম বেশ কিছুটা বেড়েছে। আজ সোনার দাম বেড়ে হয়েছে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৪০০টাকা এবং ১ গ্রামের দাম হয়েছে ৪১৪০ টাকা।

আবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৩৮৮০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৮৮ টাকা। এই ২৪ ক্যারেট সোনার দাম আজ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৪৯৫০ টাকা এং ১ গ্রামের দাম ৪৪৯৫ টাকা।

e45c57d0e2d3dab028986410f4dce05a
সোনার দাম বাড়লেও আজ কিন্তু কমেছে রূপোর দাম। গতকাল ১ গ্রাম রূপোর দাম ছিল ৪১.২৮ টাকা। আজ কমে দাঁড়িয়েছে ১ গ্রামের দাম ৪০.৯৫ টাকা।

পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর