আজ ISL ফাইনালে মুখোমুখি এটিকে মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি, কে করবে বাজিমাত?

বাংলা হান্ট ডেস্কঃ আজ আইএসএল ফাইনালে নামতে চলেছে এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। আজ গোয়ার ফতোরদা স্টেডিয়ামে নামতে চলেছে এই দুই দল। আজকের ম্যাচ দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আজকের ম্যাচ নিয়ে বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে দুই দলের দুই স্প্যানিশ কোচ। একদিকে এটিকে মোহনবাগানের আন্তোনিও লোপজ হাবাস অপরদিকে মুম্বাই সিটি এফসির সার্জিও লোবেরা।

গ্রুপ পর্বে মুম্বাই সিটি এফসির কাছে দুটি ম্যাচই হারতে হয়েছিল হাবাসের মোহনবাগানকে। তাই এই ম্যাচ কার্যত বদলার ম্যাচ হতে চলেছে হাবাসের কাছে। এছাড়াও আজ ফাইনাল ম্যাচ জিতে যদি চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান তাহলে আইএসএল এর প্রথম কোচ হিসেবে তিনবার আইএসএল জয়ের নজির গড়বেন হাবাস। অপরদিকে যেহেতু এটিকে মোহনবাগানকে গ্রূপ পর্বে তিনবার হারিয়েছে মুম্বাই সিটি এফসি, তাই ফাইনাল ম্যাচেও এটিকে মোহনবাগানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে চান মুম্বাই সিটি এফসি কোচ সার্জিও লোবেরা।

thequint 2021 03 746ad3c9 3383 4c36 92dc f1034d02d09f z1dZwkVx 1

চলতি আইএসএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেই ফাইনালে এসেছে এটিকে মোহনবাগান। প্রত্যেক ম্যাচেই নিজেদের জাত চিনিয়েছেন রয় কৃষ্ণা, প্রীতম কোটালরা। যোগ্য দল হিসেবেই ফাইনালে পৌঁছেছে এটিকে মোহনবাগান। তাই শেষ মুহূর্তে এসে বাজিমাত করতে মরিয়া মোহনবাগান। অপরদিকে আইএসএলে মোটামুটি পারফরম্যান্স করলেও মোহনবাগানকে গ্রূপ পর্বে দু’বার হারিয়েছে মুম্বাই সিটি এফসি। তাই ফাইনাল ম্যাচের আগে মুম্বাই যে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে তা বলাই বাহুল্য। এখন দেখা যাক ফাইনালে কোন দল বাজিমাত করতে পারে।


Udayan Biswas

সম্পর্কিত খবর