বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই মেঘলা আকাশ। রোদ উঠলেও বৃষ্টির আশায় চেয়ে রয়েছেন রাজ্যবাসী (West Bengal)। শুক্রবার থেকেই আবহাওয়া ধীরে ধীরে বদলে যাবে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আজ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই আজ থেকেই স্বস্তির আশায় প্রহর গুণতে শুরু করেছেন সকলে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৭.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৯০%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৯%
কলকাতার আবহাওয়া : গতকাল শুক্রবার কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই ছিল। বহস্পতিবার কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছিল। সেটা আজ শনিবার ৩৭ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। এরই পাশাপাশি গরম হাওয়া বইবে রাজ্যে। বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে শুক্রবার। ঝড়বৃষ্টির সময় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি ফিরবে রাজ্যে।
ঝড়বৃষ্টির পূর্বাভাস : উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। যা বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে একাধিক জেলায়। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রাও তুলনামূলক কম থাকবে।