বাংলা হান্ট ডেস্কঃ 9 ই এপ্রিল থেকে শুরু হয়েছে আইপিএল। ইতিমধ্যেই আইপিএলের দুটি ম্যাচ সম্পূর্ণ হয়েছে। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়াও আইপিএলের দ্বিতীয় ম্যাচে তরুণ দিল্লির কাছে হেরে এবারের আইপিএল অভিযান শুরু করলো ধোনির চেন্নাই সুপার কিংস।
আজ আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে কেকেআর। এবার আইপিএলের শুরু থেকেই কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইয়ন মর্গ্যানের হাতে। এবার কলকাতা নাইট রাইডার্স দলে অন্তর্ভুক্তি ঘটেছে সিনিয়র স্পিনার হরভজন সিংয়ের। এছাড়াও কেকেআর দলে রয়েছে একাধিক প্রতিভাবান ক্রিকেটার। তাই আজকের ম্যাচে কাকে ছেড়ে কাকে নিয়ে তৈরি হবে প্রথম একাদশ সেই নিয়েই চলছে জোর আলোচনা। যেহেতু আজকের ম্যাচ চেন্নাইয়ে আর চেন্নাইয়ের পিচ কিছুটা হলেও স্পিন সহায়ক তাই আজকের ম্যাচে অতিরিক্ত স্পিনার খেলাতে চলেছে কেকেআর।
এক নজরে দেখে নেওয়া যাক কি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এর প্রথম একাদশ:-
শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, হরভজন সিং, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।