বাংলা হান্ট ডেস্ক: শীতের বিদায় বেলা। আজ থেকেই উর্দ্ধমুখী তাপমাত্রা। বুধবার সরস্বতী পুজো, তা আবার পড়েছে ১৪ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে-র দিন। আর তার আগেই তাপমাত্রা পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। আজ থেকে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। আর মঙ্গলবার থেকে ফের বৃষ্টির (Rain Alert) পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল থেকেই ফের খেল দেখাতে শুরু করবে বৃষ্টি। ক্রমশ্য উর্দ্ধমুখী হবে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে (South Bengal) ১৯/২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। মেঘলা আকাশ থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত মধ্য ভারত থেকে পূর্ব ভারতের উপর অক্ষরেখা তৈরি হবে। এর প্রভাবে মধ্য ভারত ও পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার জেরেই বৃষ্টি হতে পারে বাংলায়। আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সরস্বতী পুজোর দিন আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়।
বুধবার সরস্বতী পুজোর দিন বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, মালদহ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এরপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তরক ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও।
আরও পড়ুন: সোমে শুভেন্দু, মঙ্গলে সুকান্ত! সন্দেশখালি নিয়ে এবার যা ঘটাতে চলেছে বঙ্গ BJP, শোরগোল
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের কোনও জেলাতে আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। ১৪ ফেব্রুয়ারি মালদহে বৃষ্টিপাত হতে পারে৷ আজ থেকে কুয়াশা কমবে উত্তরে। বাড়তে পারে তাপমাত্রা।