বাংলা হান্ট ডেস্ক: চৈত্র মাসেই বৈশাখেই তেজ। তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি। উত্তরবঙ্গে এখনই খুব বেশি গরম না পড়লেও তাপপ্রবাহের জেরে বেহাল দশা দক্ষিণবঙ্গের (South Bengal)। এরই মাঝে খানিক স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস (Weather Department)। মৌসম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭ দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শনিবার বিকেলের পরই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাওয়া বদলেরও পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঝড়-বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। আজ তপ্ত গরমেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টি (Rain) হতে পারে দুই মেদিনীপুর, ঝড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।
রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও হতে পারে কালবৈশাখী ঝড়। কলকাতা ও আশেপাশের এলাকাও ভিজতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ও হতে পারে। যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। একইসঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কাও। রবিবার থেকে সামান্য তাপমাত্রা কমবে জেলায়-জেলায়। কিছুটা হলেও রেহাই পাবেন মানুষজন।
আরও পড়ুন: ঈদের আগে ইফতার পার্টিতে দেব-রচনা! যা যা খেলেন তৃণমূলের তারকা প্রার্থীরা! শুনলে…
আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি আজ অধিক বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে সতর্কতা। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ঝড়-বৃষ্টি হতে পারে।