বাংলা হান্ট ডেস্ক: বৈশাখের শুরু থেকেই খেল দেখাচ্ছে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গও কিছু কম নয়। সেখানেও তাপমাত্রা ক্রমশ উর্দ্ধমুখী। প্রতিদিন লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (Alipore Weather Office)। আজ বৃহস্পতিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জানুন আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বাড়বে। একেই তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষ। এরই মধ্যে ফের বাড়ছে তাপমাত্রা। ২১ এপ্রিলের পর থেকে পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি তৈরী হতে পারে।
আজ কলকাতায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী তিন দিনে ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। দুই ২৪ পরগনা, পশ্চিমবর্ধমান, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি বজায় থাকবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। রবিবার বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশের কয়েক জেলাতেও। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা হবে না রিঙ্কুর? পরিবর্তে আসবেন এই খেলোয়াড়, শুরু জল্পনা
বৃহস্পতিবার ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার,জলপাইগুড়ি জেলায়। দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই বৃষ্টি হচ্ছে উত্তরে। চলতি সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদও চড়তে পারে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!