বাংলা হান্ট ডেস্ক: বৈশাখ মাস পড়তেই হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। দিন থেকে রাত, গরমের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজন। উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে (South Bengal) ইতিমধ্যেই তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রি। একাধিক জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। জানুন বিস্তারিত।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আটটি জেলার কোনও কোনও জায়গায় অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই ৮ জেলার কোনও কোনও জায়গায় অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এর জেরে জারি হয়েছে কমলা সতর্কতা।
আগামী দু থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বাড়বে। ২১ এপ্রিলের পর থেকে আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি।
পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শুক্রবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে না আগামী দুদিনও। আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে ৪০ ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে নতুন সপ্তাহে কিছুটা গরম কমাতে পারে বৃষ্টি।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। মঙ্গলবারও এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে।
আরও পড়ুন: কোচবিহারে কেন এত হিংসা? জাতীয় নির্বাচন কমিশন থেকে এল ফোন, অবিলম্বে পদক্ষেপ গ্রহণের নির্দেশ
আজ শুক্রবার এবং পরদিন শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।