বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহভর ঝড়-বৃষ্টির পর এবার ফের বাড়তে চলেছে গরম। আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে (South Bengal)। বাড়বে তাপমাত্রা। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস (Weather Uprate) নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া থাকলেও কালবৈশাখীর সম্ভাবনা নেই। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের পর থেকেই আবহাওয়ার বদল আসবে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা।
তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। এরপর বুধবার হালকা বৃষ্টি হবে শুধুমাত্র পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহেরও কোনও সম্ভাবনা নেই।
সোমবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি হবে না। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। আবহাওয়া দফতর জানিয়েছে, দুই বঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: ভয়াবহ পথ দুর্ঘটনা! অকালে চলে গেলেন ‘ত্রিনয়নী’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী, আহত কয়েকজন
রবিবারের পর আজও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সাথে দমকা হাওয়া চলবে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। বাকি জেলা গুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।